বিয়েবাড়িতে ভ’য়াবহ আ’গুন অথচ অতিথিরা দিব্যি খেয়েই যাচ্ছেন! (ভিডিওসহ)
বিয়ে বাড়িতে যাবে ভালমন্দ খাবার সবার ই চাই, তবে কোন দু’র্ঘটনা ঘটছে সামনে সেই দিকে





কোন কর্ণপাত না করে খবার ই খেয়ে যাচ্ছেন সেই দৃশ্য দেখলে নতুন অভিজ্ঞতা মনে হবেই। বিয়েবাড়ির প্যান্ডেলের পেছনে





রাখা ১২টি মোটরসাইকেলে লাগে ভয়াবহ আগুন৷ অথচ পেছনের দিকে





তাকিয়ে (না তাকানোর ভান করে) খেতে ব্যস্ত অতিথিরা। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১০টার দিকে





ভারতের মহারাষ্ট্রের থানের ভিওয়ান্দি ম্যারেজ হলের বাইরে এ ঘটনা ঘটে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ মা’রা না গেলেও





ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হলের বাইরে রাখা ১২টি বাইকে আগুন লেগে যায়৷ তখন অতিথিরা কব্জি ডুবিয়ে খেতে ব্যস্ত৷





ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পেছনে দাউদাউ করে আগুন জ্বলছে। কিন্তু খেতে বসা অতিথিরা তা দেখলেও খেয়েই চলছেন৷ ভিওয়ান্দি ফায়ার ব্রিগেডের প্রধান পাওয়ার বলেন, ‘বিয়ের আসর চলছিল৷
এটা একটা খোলা জায়গা ছিল৷ আমাদের মনে হয় আগত অতিথিরা বাজি ফাটাচ্ছিলেন, তিনি বলেন, প্রায় ১২টা মোটরসাইকেল স্টোররুমের কাছে পার্ক করা ছিল৷ যা পুড়ে গেছে৷
স্টোররুমের কাছে থাকায় সহজেই সেগুলওতে আগুন লেগে যায়৷ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন