জিমের পোশাকে শ্রাবন্তী, সবার নজর কাড়ছে গলার লকেট
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী তিনবার বিয়ে ভেঙেছেন, নতুন প্রেমের চর্চা, ব্যর্থ রাজনৈতিক ক্যারিয়ার,





কয়েক মাসের মধ্যে পদ্ম শিবিরের মোহভঙ্গ, আবার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা। কিন্তু





এসব বিতর্কে মাথা ঘামাতে রাজি নন শ্রাবন্তী। তিনি বিশ্বাস করেন, “জীবন আপনাকে কঠোর হতে শেখায়,





এমনকি নিজের থেকেও।” এ কথা মনেপ্রাণে বিশ্বাস করেন অভিনেত্রী। শ্রাবন্তী কাজের ব্যস্ততার পাশাপাশি বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন। এছাড়া





কয়েক মাস আগে নিজের জিম খুলেছেন এই অভিনেত্রী। শ্রাবন্তী ফিটনেসের বড় ভক্ত নন। ৩৫ বছর বয়সী এই নায়িকা এর আগেও





বহুবার শরীর নিয়ে বিদ্রুপের শিকার হয়েছেন।
শনিবার, শ্রাবন্তী নো-মেকআপ লুক এবং একটি কালো স্লিভলেস টি-শার্ট পরে সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছিলেন। তার গ্ল্যামার সবকিছুতে উপচে পড়ছে। ছবির ক্যাপশনে লেখা- ‘ঠিক তেমনই।’ হিন্দুস্তান টাইমসের খবর। তবে এই ছবিতে শ্রাবন্তীর গলার দুল সবার নজর কেড়েছে।
সোনালি রঙের এই লকেটের গায়ে কার নাম লেখা? প্রশ্ন অনেকের মনেই। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে অভিনেত্রীর গলায় ‘ঝিন্টু’ লেখা। তার বাড়ির লোকজন তাকে আদর করে জিন্টু বলে ডাকে। এই লকেটটাও হয়তো খুব কাছের মানুষ তাকে দিয়েছিল।