সিঙ্গেলদের সব দুঃখ ঘুচিয়ে দিবে ‘রোবট বউ’

ব্যাচেলরদের দুঃখ ঘোচাতে চীন নিয়ে এসেছে নতুন মডেলের ‘এআই ওয়াইফ’ অর্থাৎ ‘রোবট বউ’। যা কিনা

আপনার সমস্ত আশা আকাঙ্খা পূরণ করবে। পাশাপাশি আপনার ঘরের সব কাজও করে দেবে। বিয়ে না করে

ব্যাচেলর হওয়ার যন্ত্র’নায় চীনের যে সমস্ত পুরুষ দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্যই এলো এই নতুন প্রযু’ক্তি। এটি আসলে একটি সে’ক্স রোবট হলেও

কথা মতো ঘরের কাজ করে দেবে। আপনার খেয়াল রাখতেও এটি সমানভাবে পারদর্শী। আপনার স ‘ঙ্গীর চাহিদা মেটাবে এই নতুন প্রযু’ক্তি। এমনটাই দাবি বিজ্ঞানীদের। মানুষ যতই জনে-ধনে সমৃদ্ধশালী হোক না কেন শিক্ষা যদি না থাকে তাঁর জীবন পুরোপুরি অন্ধকার আর সেই শিক্ষা আমাদের প্রদান করে শিক্ষিক- শিক্ষিকা।

তাঁদের হাত ধরেই শুরু হয় জীবনের পথচলা। তারাই শেখায় ঠিক-ভুলের মাত্রা। আর তাই বাবা-মায়ের পরে তাঁরাই আমাদের সবচেয়ে শ্রদ্ধার। তবে, শিক্ষক-শিক্ষিকারা যেমন হয় শ্রদ্ধার তেমনই তাঁদের সঙ্গেই হয় বন্ধুত্বের সম্পর্ক। সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা সবকিছু দেখতে পাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*