সোনার চামচে ভাত খাবেন পরীমণির ছেলে রাজ্যে!

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। ভালোবেসে বিয়ে করেছিলেন আরেক অভিনেতা শরিফুল রাজকে। এরপর

তাদের সংসার জীবনে কেটে গেছে এক বছর। এই দম্পতির কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। সন্তানকে নিয়ে

নিজেদের সংসার জীবনে ব্যস্ত সময় পার করছেন তারা। গত বছরের ১১ আগস্ট রাজ-পরীর কোল  আলো করে জন্ম নেয় রাজ্য। সে হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হবে রাজ্যের। বিশেষ এই দিনটি ঘিরে আয়োজনে কমতি রাখছেন না রাজ-পরী। একমাত্র সন্তান বলে কথা।

ছয়মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেয়া হয়। ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি। ছেলের মুখে সোনার চামচ দেবেন পরীমণি।  তাই রাজ্যের জন্য তার বাবা এরই মধ্যে কিনেছেন সোনার চামচ ও বাটি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পরিমণি তার ফেসবুক অ্যাকাউন্টে স্বর্ণের চামচ ও বাটির ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে লিখেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না? এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*