মান্নার সঙ্গে ছবি দিয়ে যা বললেন ডিপজল

বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যুবার্ষিকী আজ। অসংখ্য ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না-ফেরার দেশে

চলে যান এক সময়ের এই ঢালিউড কিং। তবে আজও মান্নার জনপ্রিয়তার এতটুকু ঘাটতি হয়নি। নেট দুনিয়ার কল্যাণে তা বেশ বোঝা যায়। মাঝে মাঝেই

সেখানে চোখে পড়ে তার অভিনীত বিভিন্ন সিনেমা ও সাক্ষাৎকারের অংশবিশেষ। মান্নার সঙ্গে অসংখ্য সিনেমায় পর্দা ভাগ করেছেন মনোয়ার হোসেন ডিপজল। সেসময় পর্দায় নায়ক-নায়িকার রোমান্সের চেয়ে

নায়ক-খলনায়কের ভূমিকায় মান্না-ডিপজলের দ্বন্দ্ব বেশি জনপ্রিয় ছিল। পর্দার বাইরেও ডিপজলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল মান্নার। প্রিয় সহকর্মীর চলে যাওয়ার দিন মন কাঁদছে ডিপজলের।

আজ ১৭ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে মান্নার সঙ্গে একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন ডিপজল। ক্যাপশনে মান্নাকে ‘বন্ধু’ সম্বোধন করে তিনি লিখেছেন, ‘বন্ধু অনেক স্মৃতি অনেক ইতিহাস একসাথে, ভালো থাকিস ওপরে। আল্লাহ তোকে বেহেস্ত নসীব করুন।’

মান্নাকে হারানোর দিনে আরও অনেকে তাকে স্মরণ করেছেন। ওমর সানি লিখেছেন, ‘অনেক মিস করি বন্ধু ও বড় ভাই। আমার পরিবার অনেক মিস করে। আপনার এই শূন্যতা চলচ্চিত্রকে আগুনে পুড়িয়েছে। আপনার শূন্যতায় অগণিত ভক্তের হৃদয় আগুনে পুড়েছে এবং পুড়ছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*