পাঁচ হাজার টাকা দেনমোহরে হলের মসজিদে ঢাবি শিক্ষার্থীর বিয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদে বিয়ের কাজ সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদুল আকবর শুভ।

পাত্রী সুমাইয়া সুমি জামালপুরের আশেক মাহমুদ সরকারি কলেজে মাস্টার্স করছেন। পাশাপাশি তিনি এক স্কুলে শিক্ষকতা করেন। তার বাড়ি জামালপুরে আর

সাজ্জাদুলের বাড়ি চাঁদপুরে। তাদের বিয়ের দেনমোহর নির্ধারণ করেছেন পাঁচ হাজার টাকা। শুক্রবার জুমার নামাজের পর বিয়ের কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত সকলের মধ্যে

খেজুর বিতরণ করা হয়। তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। বিয়েকে সহজ করার চিন্তাভাবনা থেকে এভাবে আয়োজন করেছেন বলে জানান তিনি। দেনমোহর কম নির্ধারণের বিষয়ে সাজ্জাদুল বলেন,

আমি তো বেকার, তবে আমি চাইনি বাকি রাখতে। তাই এই পরিমাণ নির্ধারণ করি। আমাদের আগেই কথা হয়েছিল। সেও আত্মনির্ভরশীল মানুষ। টুকটাক টিউশন করে যা আয় করি তা থেকে যা দিতে চেয়েছি সে সেটা মেনে নিয়েছে। সে তার পরিবারকে ম্যানেজ করেছে। পরিবারের সবাই তার কথা শোনে তাই কিছু বলেনি।

তিনি বলেন, আসলে যারা নিজেকে আত্মনির্ভরশীল মনে করেন তাদের দেনমোহরের ওপর নির্ভর করে থাকার প্রয়োজন নেই। আবার এখন অনেকে ডিভোর্সের ভয়ে এটি করে। তবে টাকা দিয়ে বিয়ে আটকে রাখার মানে নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*