





আহা জিবন কতো কঠিন তাইনা? আসলে তা’না কেননা জিবনকে সহজভাবে চালাতে পারলে সহজ আবার আপনি জিবনটাকে পেঁচ- গুছের মধ্যে





ডুকিয়ে ফেললে তা কঠিন। অর্থ্যাত আপনাকে দেখতে হবে আপনি জিবনটাকে কেমনভাবে দেখছেন। আপনার আশে পাশে কি কেউ আছে যে তার অসুস্থ কিংবা





বিকলাঙ্গতা নিয়ে হিনমন্যতায় ভুগছে? যদি দেখেন যে না সে দিব্যি সুন্দর করেই জিবন পারত করছে, তাহলে আপনি বুঝে নিবেন আপনি আপনার জীবনটাকে নিজেই কঠিন ভাবে নিয়েছেন। আর





তার সবটুকু দায়ভার আপনারিই। মানুষ চাইলে সবকিছুকে তার নিজের মতো করে নিতে পারে। আর সে পরিস্থিতিতে যেতে প্র্যোজন শুধুমাত্র মনোবল ও





নিজের প্রতি আত্নবিশ্বাস। যেমনটি কর দেখিয়েছেন প্রতিবন্ধী জসিম মাতুব্বর। তিনি একজন প্রতিবন্ধি মানুষ, উনার প্রতিবন্ধকতা উনাকে দমাতে পারেনি। কেন পারেনি? উনার ইচ্ছা ও
মনোবলের কারণে। সংগ্রামী মানুষ কখনোই পিছনে পরে থাকেনা। তারা সমের দিকে কেবলই অগ্রসর হতে থাকে। পা দিয়ে উত্তরপত্র লিখে এবার এইচএসসি পরীক্ষা পাশ করেছে দুই হাতবিহীন প্রতিবন্ধী জসিম মাতুব্বর। তিনি ৪ দশমিক ২৯ পেয়ে পাস করেছেন। প্রতিবন্ধী জসিম ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে। তিনি ফরিদপুর সিটি কলেজের বিএম শাখা থেকে
এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। খোঁজ নিয়ে জানা গিয়েছে যে, দু’টি হাত নেই জসিমের। তবে সে দুর্দান্ত মেধাবী ও কঠিন সংগ্রামী। পা দিয়েই চলে তার কাজ। এভাবেই স্কুলের গন্ডি পেরিয়ে এবার
এইচএসসি পরীক্ষায় অংশ নেন। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সময় তিনি কাজও করেন। কখনো শাকসবজি বিক্রি করেন। নগরকান্দা বাজারে পা দিয়ে মোবাইল সার্ভিসিংয়েরও কাজ করেন তিনি। তার স্বপ্ন, লেখাপড়া শেষ করে তিনি মানুষ গড়ার কারিগর শিক্ষক হবেন।
জসিম মাতুব্বর বলেন, প্রতিবন্ধী জীবনে শত প্রতিকূলতার মোকাবেলা করে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে চাই। আমি নিজের লেখাপড়া চালিয়ে নেয়ার পাশাপাশি দরিদ্র মা-বাবার সংসারের হাল ধরতে চাই। তাই স্বাবলম্বী হওয়ার সংগ্রামে নেমেছি। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই। আমার স্বপ্ন লেখাপড়া শেষ করে শিক্ষক হব।
বাবা হানিফ মাতুব্বর বলেন, ‘জসিম শারীরিক প্রতিবন্ধী হলেও তুখোড় মেধাবী। বাবা হিসেবে তার এই সাফল্যে আমি গর্বিত। আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।’নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মঈনুল হক বলেন, ‘তুখোড় মেধাবী জসিমের লেখাপড়া চালিয়ে নেয়ার জন্য সাধ্যমতো সহযোগিতা করা হবে।’ এ সময় তার স্বপ্ন পূরণে পাশে থাকবেন বলেও তিনি জানান।
Leave a Reply