আমাকে নিয়ে সমালোচনা হলে কষ্ট পাই না : দীঘি

‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে’— গ্রামীণফোনের বিজ্ঞাপনে

এই সংলাপ উচ্চারণ করে শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি রাতারাতি তারকাখ্যাতি পায় যান। এরপর ‘কাবুলিওয়ালা’, ‘চাচ্চু’,

‘দাদীমা’, ‘১ টাকার বউ’, ‘অবুঝ শিশু’সহ বেশ কিছু সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকের

প্রশংসা কুড়িয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘ কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এখন নায়িকা হিসেবে

চলচ্চিত্রে নিয়মিত। ছোট্ট দীঘি ছিলেন সবার ভালোবাসার শিল্পী। কিন্তু এখন প্রায়শই সমালোচনার মুখোমুখি হন তিনি। কয়েকদিন আগে

চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীর সঙ্গে ঝামেলায় জড়ান দীঘি। ‘সুড়ঙ্গ’ সিনেমায় অন্তর্ভুক্তি নিয়েই যত কথা। তখন রাফী জানিয়েছিলেন, ছোটবেলার সেই দীঘিকে তিনি পছন্দ করেন কিন্তু বর্তমান সময়ের দীঘি চলচ্চিত্রের জন্য ফিট নন। তাই তার সিনেমায় তাকে নেননি। তিনি দীঘিকে টিকটক ছাড়ারও পরামর্শ দেন।

ছোটবেলার সেই জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে দীঘি বলেন, ‘ছোটবেলায় যে পরিমাণ মানুষ ছোট্ট দীঘিকে ভালোবাসতো বড়বেলায় আমি এখনও সেই পর্যন্ত যেতে পারিনি। এ জন্য বড়বেলার দীঘিকে আরও টাইম দেওয়া উচিত। তবে এখন আমাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করছে এ নিয়ে আপসেট হওয়ার কিছু নেই।’

সমালোচনা গায়ে মাখেন না দীঘি বরং ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। ভালো করার তাড়না অনুভব করেন। তিনি বলেন, ‘সমালোচনা হলে আমি কষ্ট পাই না। বরং এসব কিছু আমাকে স্ট্রং করে। দিন শেষে মানসিকভাবে শক্তি পাই, শিক্ষা নিই। যত বেশি সমালোচনা হবে তত বেশি জেদ চাপবে। তত বেশি ভালো কাজ করতে হবে। মাঝেমধ্যে এসব দরকার আছে, নইলে সব কিছু নিরামিষ মনে হবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*