প্রতি কেজি আমের দাম ২.৭ লাখ টাকা, গাছ পাহারায় নিয়োজিত ৪ রক্ষী ও ৬টি কুকুর!

সংকল্প পরিহার ও রানি পরিহার নামে ওই দম্পতি বছর দুয়েক আগে এই আম গাছ লাগান। কিন্তু তখনও

তাঁরা এই আমের মাহাত্ম্য জানতেন না। পরে নেটমাধ্যমে তাঁরা জানতে পারেন, আন্তর্জাতিক বাজারে

এই আমের মূল্য কেজি প্রতি প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। সম্প্রতি মুম্বইয়ের এক ব্যক্তি কেজি প্রতি ২১ হাজার টাকা দিতে চেয়েছেন বলেও দাবি ওই দম্পতির। দামের কথা জানাজানি ‘হতেই নাকি হা’মলা চালায় চোররা। এর পরেই এই মহা’মূল্যবান আম যাতে চুরি না হয়ে যায়, তার জন্য তাঁরা লোক রাখার সি’দ্ধান্ত নেন বলে দাবি ওই দম্পতির।

বিশেষজ্ঞরা বলছেন, এই আমের উৎপত্তি জাপানের মিয়াজাকি শহরে। সেখানে এই আমকে সূর্যের ডিম বলেও ডাকা হয়। এক একটি আমের ওজন গড়ে ৩৫০ গ্রাম। অ্যান্টি-অক্সিড্যান্ট, বিটা ক্যারোটিন ও ফলিক অ্যাসিডসমৃ’দ্ধ এই আমগু’লি ফলে এপ্রিল থেকে অগস্ট মাসের মধ্যে। প্রতি কেজি আমের দাম ২.৭ লাখ টাকা, গাছ পাহারায় নিয়োজিত ৪ রক্ষী ও ৬টি কুকুর!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*