





মঙ্গল গ্রহে অদ্ভুত এক প্যাঁচানো বস্তুর দেখা পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। গ্রহটিতে প্রাণের অস্তিত্ব খুঁজতে গিয়ে





মহাকাশযান রোভার পারসিভের্যান্সের ক্যামেরায় ওই বস্তুর ছবি ধরা পড়ে। মঙ্গলের লাল বালুতে পড়ে থাকা প্যাঁচানো সুতা বা





তারের কুণ্ডলীর মতো দেখতে ওই বস্তুটিকে বিজ্ঞানীরা নুডলসের সঙ্গে তুলনা করেছেন। নাসার বিজ্ঞানীদের অনুমান, রোভারের অবতরণের সময়





মহাকাশযান থেকেই ওই বস্তুটি মঙ্গলের মাটিতে পড়েছে। গত ১২ জুলাই রোভারের সামনের বাঁ পাশের একটি ক্যামেরা হালকা রঙের ওই বস্তুটির ছবি তোলে। পারসিভের্যান্স মিশনের একজন মুখপাত্র সিএনএনকে বলেছেন, প্যাঁচানো ওই বস্তুটি রোভার থেকে কিংবা মঙ্গলের মাটিতে রোভারের অবতরণের মুহূর্তে জেটপ্যাক থেকেই এসেছে।
রোভারকে নিরাপদে মঙ্গলের মাটিতে নামানোর জন্য রকেটচালিত যে জেটপ্যাক ব্যবহূত হয়, তার সঙ্গে ওই বস্তুটির মিল রয়েছে। তবে যে এলাকায় বস্তুটি দেখা গেছে সেখানে আগে কখনও নাসার রোভার যায়নি। সে ক্ষেত্রে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে বাতাস সেটিকে উড়িয়ে নিয়ে সেখানে ফেলেছে।
চার দিন পর পারসিভের্যান্স যখন ওই এলাকা পুনরায় প্রদক্ষিণ করে, সে সময় বস্তুটি আর দেখা যায়নি। এর আগে জুনের মাঝামাঝিতে চকচকে একটি ধাতুখণ্ডের ছবি পাঠিয়েছিল পারসিভের্যান্স। সেটি সম্পর্কেও বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারেননি। ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি মঙ্গলে অবতরণ করেছিল নাসার ওই রোবট যান।
Leave a Reply