





মানুষ মাত্রেই তার কিছু গুণ থাকে। কোনোভাবে সেই গুণ একদিন প্রকাশ পায়। আর সেটি কাজে লাগে একািন সে সকলের কাছে পরিচিত হয়ে উঠতে পারে। যেমন





অনেকে আছেন যারা গান করতে ভালোবাসেন কিংবা নাচ করতে ভালোবাসেন। এরকমই অনেকে রান্না করতে পারেন। এগুলিই এক একটি গুণ হিসেবে পরিলক্ষিত হয়। তবে





সম্প্রতি এক ব্যক্তির দুর্দান্ত এক প্রতিভা সামনে এসেছে যা দেখে হতবাক সকলে। এটি যে সত্যিই হতে পারে তা যেনো কল্পনা করতে পারেন না কেউই। ঘটনাটি বাংলাদেশের সাতক্ষীরাতে। সেখানে





এক ব্যক্তি হলেন সুনিল দাশ। সুনিল দাশ পেশা হিসেবে ভসজার দোকান চালান। সেই দোকানে তিনি পেঁয়াজ, বেগুনি নানান মুখরোচক খাবার তৈরি করেন এবং
বিক্রি করেন। আমরা সাধারণত যখন কোনোকিছু রান্না করি তখন সেটিকে নাড়াচাড়া করার জন্য হাতা কিংবা খুন্তি জাতীয় কিছু ব্যবহার করি। কিন্তু সুনিল দাশ নামক ওই ব্যক্তি কোনোরকম হাতা কিংবা খুন্তি ব্যবহার করেন না। নিজের হাত দিয়েই দিব্যি গরম ফুটন্ত তেলে ভেজে ফেলেন মুখরোচক খাবার।
অনেকেই এটি প্রথমে বিশ্বাস করেননি। এরপর তার এই প্রতিভা দেখার জন্য ভীড় পড়ে যায় দোকানের সামনে। ওই ব্যক্তির কথায় এটি তার ঈশ্বরের দান। তার ফুটন্ত তেলে হাত ডোবালে কোনোরকম অসুবিধা হয় না কিংবা
পুড়ে যায় না। তাই এটিকে তিনি ঈশ্বরের দান হিসেবে গ্রহণ করেছেন। আর এই ভিডিও এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়েছে।
Leave a Reply