‘জানলা খুলুন, গুটখা ফেলব!’ মাঝ আকাশে গুটখা খোর যাত্রীর কথাতে মাথায় হাত বিমানসেবিকার

আকাশ পথে ভ্রমণ কারো জন্য চমৎকার অভিজ্ঞতা কারোর জন্য আবার দুঃসহ আবার কারো জন্য রোমাঞ্চকর। কেউ উড়ে যান কাজের জন্য কেউ আবার

কোথাও ঘুরতে যেতে পাড়ি দেন আকাশযানে। কিন্তু এরকম প্রতিদিনের সাধারণ ঘটনার মাঝেও কখনো সখনো দেখা যায় অদ্ভুত কিছু ঘটনা। তার মাঝে কিছু ঘটনা মুগ্ধ করে কিছু উদ্ভট ঘটনা আবার

অবাক করে আবার কিছু ঘটনা দেখে হেসেই খুন হন সকলে। কিছুদিন পূর্বে বিমানের মাঝে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে ভাইরাল হয়েছিলেন এক যুবক। তবে

এবার যা ঘটলো তা দেখার জন্য বোধহয় কেউ প্রস্তুত ছিলেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিমানের একটি কান্ড ভাইরাল হয়েছে যেখানে যাত্রী দাবী শুনে

মাথায় হাত পড়েছে সকলের। Govindsharma 5906 নামে একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি হাতে গুটখা নিয়ে বিমান সেবিকাকে বিমানের জানলা খোলার জন্য প্রস্তাব দিয়েছেন। আর

এমন আবদার দেখে হেসে লুটোপুটি খেয়েছেন বিমানসেবিকা। ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি হাতে গুটকা মেশাচ্ছে। যদিও আদপে হাতে গুটখা ছিল নাকি কেবল মজার উদ্দেশ্যে তা বোঝা যায়নি।

তবে হাতে গুটখা নেওয়ার পোজেই তিনি বিমান সেবিকাকে ডেকে বিমানের জানলা খুলে দেওয়া অনুরোধ করেন। কারণ তিনি নাকি মুখ থেকে গুটখা ফেলবেন। আর এই শুনে বিমান থেকে সহযাত্রী সকলেই হাসিতে ফেটে পড়েন। সম্ভবত এটি ইন্ডিগোর একটি ফ্লাইট এর ঘটনা। ভিডিওটি instagram এ পোস্ট করে ক্যাপশনে দেয়া হয়েছে “আপনার গুটখা প্রেমী বন্ধুকে ট‍্যাগ করুন।” বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এই ভিডিও।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*