মানুষের সাথে বাদঁরের বন্ধুত্ব, কাজে সাহায্য করে যাচ্ছে হুবহু মানুষের মত করে (তুমুল ভাইরাল ভিডিও)

ইন্টারনেটের কল্যাণে মানুষ তাবৎ দুনিয়ার যাবতীয় ঘটনার খবরাখবর মুহুর্তে মধ্যে হাতের মুঠোয় পেয়ে

যায় খুব সহজে। বিশেষ করে ফেইসবুক ইউটিউবের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কোটি কোটি মানুষ প্রতিনিয়ত

ব্যবহার করে যাচ্ছে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা বিষয়ের ওপর অগণিত ভিডিও। বর্তমান সময়ে মানুষের জিবনের বিরাট একটি অংশ হয়ে

গিয়েছে এই সোস্যাল মিডিয়া। বিনোদন, যোগাযোগ এবং নানারকম তথ্য উপাত্তের ভাণ্ডার হিসেবে মানুষ এই সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে

খুব ভালভাবে গ্রহণ করে নিয়েছে। প্রতিনিয়ত নানারকম মজার এবং আশ্চর্যজনক ভিডিও দেখে ইউটিউব বা ফেসবুকে সময় কাটাতে

অভ্যস্ত হয়ে পড়েছে। ব্যবহারকারীরা প্রতিনিয়তই অসাধারণ সব ভিডিও ছেড়ে দিচ্ছে ফেসবুক,ইউটিউবে এবং তা মুহুর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে। কোটি কোটি মানুষ সেই ভিডিওগুলি দেখছে ইন্টারনেটের মাধ্যমে। আমরা প্রায়ই মানুষের সাথে পোষা বিড়াল,কুকুর, খরগোশ,পাখিসহ বিভিন্ন প্রাণীর সখ্যতার ভিডিও দেখতে পাই এবং দেখে আনন্দিত হই।

প্রাণীকুলের সাথে মানুষের বন্ধুত্ব আদিম যুগ থেকে চলে আসছে। নির্দিষ্ট কিছু প্রাণী বাদে প্রায় সব প্রাণীই মানুষের সাথে একই জায়গায় বসবাস করতে অভ্যস্ত হয়ে যায় এবং খুব চমৎকারভাবে মানুষের সাথে মিশে যেতে পারে। তেমনি একটি ঘটনা ঘটে গেছে একটি হনুমানের সাথে মানুষের বন্ধুত্ব নিয়ে। ভাবছেন হনুমানের সাথে আবার মানুষের বন্ধুত্ব হয় নাকি? হ্যা, শুধু তাই নয়, মানুষের প্রয়োজনীয় কাজেও সহযোগিতা করে বন্যপ্রাণী হনুমান।

সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে মানুষ ও হনুমানের দারুণ সখ্যতা চিত্র ফুটে উঠেছে। আরএ অবাক করা বিষয় হলো একটি হনুমান খুব চমৎকারভাবে মানুষকে দৈনন্দিন কাজে সহযোগিতা করছে। মুহুর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে কোটি কোটি মানুষের কাছে পৌছে গিয়েছে। ভিডিওটিতে দেখা যায় বাড়ির মধ্যে একজন লোক তার হনুমানের সাথে মিলেমিশে দৈনন্দিন কাজ সম্পন্ন করছে।

হনুমানটি যেন ঠিক মানুষের মতই খুব মনযোগ দিয়ে শাকসবজি/তরকারি কেটে দিচ্ছে। ভিডিওটিতে দেখবেন যে একজন ব্যক্তি সবজিগুলোকে ছোট ছোট করে কেটে এগিয়ে দিচ্ছেন হনুমানের দিকে এবং হনুমানটি বাকি সবজিগুলোকে কেটে দিচ্ছে। যেন প্রাণীটি কোনো মানুষ কর্মীর মত তার হাত নিপুণভাবে ব্যবহার করে কাজ করে যাচ্ছে।

দেখলে বোঝা যায় হনুমানটি মানুষের সাথে কাজ করে বেশ আনন্দ পাচ্ছে। এতে মানুষটি খুব দ্রুততার সঙ্গে সবজি কাটার কাজগুলো করতে পারছে। মানুষের সাথে একটি বন্যপ্রাণীর এমন সখ্যতা দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। লক্ষাধিক ব্যবহারকারী ভিডিওটি লাইক করেছে। বিভিন্ন প্রশংসাপূর্ণ মন্তব্য করেছে এবং হাজার হাজার মানুষ ভিডিওটি তার বন্ধুদের সাথে শেয়ার করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*