





সোশ্যাল মিডিয়ায় কাজ এখন বহু অদ্ভুত অদ্ভুত ঘটনা ভাইরাল হয়। কেউ যদি নিজের কোনো ভালোলাগার মুহূর্ত ক্যামেরাবন্দী করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করে তবেই





সেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তাই বর্তমানে স্যোশাল মিডিয়া হয়ে উঠেছে বিশ্বের দরবারে নিজেকে প্রকাশ করার একটি অনন্য মাধ্যম। তবে





শুধু মানুষই নয়, এখানে নানান রকম পশু পাখিদেরও বেশ মজার মজার ভিডিও দেখতে পাওয়া যায়। বাড়ির পোষ্যদের মজার সব কান্ড কারখানা ভাগ করে নেন সবার সাথে। সেরকমই





সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিও দেখে চমকে উঠলেন নেটিজেনরা। আমরা জানি আমাদের বাড়িতে পালিত যেকোনো পশু বা পাখিরা বাড়ির একজন সদ্যসের তালিকায় পরে। মানুষের চেয়ে পশু পাখির ভালবাসা একদম স্বার্থহীন। যে ভালবাসা একদমই নিখাদ সোনার মত। তবুও





বলা বাহুল্য, মানুষের ভাল বন্ধু যে মানুষ হবে, এই বিষয়ে কোনও সন্দেহ নেই কিন্তু অনেক সময়ে ভালবন্ধুর জায়গা নিয়ে থাকে মানুষের বদলে বনের পশুপাখি। আমরা তাদের বাড়ির সন্তানের চোখেই





তাদের দেখি। কোনো কাজ থেকে ফিরে এসেই সবার আগে তাদের সাথে আমরা সময় কাটাতে পছন্দ করি। তাদের যত্ন করা, খাওয়ানো , তাদের সাথে খুনসুটি করতে আমরা ভালোবাসি। আর তারাও
নিষ্পাপ মনে তার মনিবকে প্রাণ খুলে ভালোবাসি। এক কথায় বলতে গেলে, আমরা আমাদের পালিত এই অবলা প্রাণীদের আমরা একজন সন্তানের মতোই যত্ন করি। আর মানুষের সাথে বন্ধুত্ব করতে খুবই ভালোবাসে এই পশু পাখিরা। এমন ও
অনেক টিয়া পাখি আছে করা বাড়ির সদস্যদের মতো একই রকম কথা বলে থাকে। বাড়ির সদস্যদের কথায় সাড়া দেয়। তবে, পাখিদের মধ্যে কিছু জাতের পাখি আছে যারা একদম মানুষের মতো কথা বলতে পারে। এই ধরনের পাখির মধ্যে টিয়া পাখি অন্যতম।
আর এই টিয়া পাখির কথা বলার ক্ষমতার কারণেই তারা মানুষের প্রিয় পোষা পাখি হয়ে উঠেছে। শিশুদের মিনা কার্টুনের মিঠু থেকে শুরু করে বাংলার ছড়া, কবিতা, গল্প, পালাগানসহ সব জায়গায় আছে টিয়া পাখির কথা। টিয়া পাখি রঙে আভিজাত্য, সুন্দর ও স্মার্ট চালচলন, বুদ্ধিমত্তা আর খুব সহজেই পোষ মানার ফলে আমাদের বন্ধু হয়ে ওঠে। তবে আজ যার কথা বলবো সে কার্টুনের নয়, বাস্তবের মিঠু টিয়া। একটি ভিডিওতে এই মিঠু যা করলো তা সত্যিই সবাইকে অবাক করে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি মিঠু ও তার মনিবের খুনসুটি। এই মিঠু কিভাবে একদম একটি মানুষের মতোই তার মনিবের সমস্ত কথা শুনছে এবং বুঝছে এবং গরগর করে বলছে সেটা সবাইকে অবাক করেছে। কি অবাক কান্ড ! কিছুক্ষণের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। পাখিটির এমন মজার কার্যকলাপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। প্রচুর লাইক এবং কমেন্ট পড়েছে ভিডিওটিতে। আপনি দেখলে আপনারও ভালোলাগবে এই ভিডিও।এই মিঠু কিন্তু বড়ই সুন্দর কথা হবে তা তো দেখতেই পাচ্ছেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply