





সাপ হাত-পা বিহীন দীর্ঘ শরীরের, মাংসাশী, ধূর্ত এক প্রকার সরীসৃপ। এদের চোখের পাতা এবং





বহিকর্ণ না থাকায়, সাপ পা-বিহীন টিকটিকি থেকে আলাদা। এখন পর্যন্ত যতোদূর জানা যায়, সাপের সর্বমোট ১৫টি পরিবার, ৪৫৬টি গণ, এবং





২,৯০০টিরও বেশি প্রজাতি রয়েছে। আবার আশ্চর্যের ব্যাপার এমন কিছু দ্বীপ বা দ্বীপপুঞ্জ আছে যেখানে সাপের দেখা পাওয়া যায় না। যেমন





আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নিউজিল্যান্ড যদিও নিউজিল্যান্ড এর জলে পেটের কাছে হলুদ রঙ্ এমন সামুদ্রিক সাপ আর





ডোরাকাটা সামুদ্রিক ক্রেইট এর দেখা পাওয়া যায়। বিষধর হিসেবে বিখ্যাত হলেও বেশীরভাগ প্রজাতির সাপ বিষহীন হয় এবং যেগুলো বিষধর সেগুলোও
আত্মরক্ষার চেয়ে শিকার করার সময় বিভিন্ন প্রাণীকে ঘায়েল করতেই বিষের ব্যবহার বেশি করে। কিছু সাপের বিষ মানুষের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঘটায়। এছাড়া অন্যান্য অ্যালিথিনোফিডিয়ান পরিবার হেনোফিডিয়ার অন্তর্ভুক্ত। আমরা সবাই কম বেশি সাপকে দেখে ভয় পেয়ে অনেক দূর পালিয়ে যাই।
কিন্তু এই খানে উল্টো ঘটনা ঘটল, লোকটির সাথে সাপটির অসাধারণ ভালবাসা মুগদ্ধ করেছে সবেইকে। সাপের সাথে মানুষের এমন ভালবাসা খবই কম দেখা যায়। সাপটিকে অনেক সুন্দর করে খেলা দেখাতে এই রকম পদ্ধতি গ্রহন করেছে বৃদ্ধ এই লোকটি। মানুষের সাথে সাপের এমন ভালবাসা খুবই কম দেখা যায়। সাপ মানুষের এমন ভালবাসা খবই বিরল ভাবে হয়ে থাকে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন>>>
Leave a Reply