





ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাফা কবির। বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। এরপর





আরো বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন এই অভিনেত্রী। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে





অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন সাফা কবির। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন ছোটপর্দায়। গতকাল (২৯ আগস্ট) ছিল





এই অভিনেত্রীর জন্মদিন। কিভাবে কেটেছে এবারের জন্মদিন, সে বিষয়ে কথা বলেছেন দেশের একটি শীর্ষ জাতীয় দৈনিকের সঙ্গে। জন্মদিনে কাছের বন্ধু ও পরিবারের লোকজনের কাছ থেকে সারাপ্রাইজ পেয়েই দিনের শুরুটা হয়েছে সাফার। অনেকগুলো কেকও কাটতে হয়েছে এই অভিনেত্রীর।
এদিনে দেশের নানা প্রান্তের মানুষ তাকে উইশ করেন, যেটা বেশ উপভোগ করেন বলেও জানান এই অভিনেত্রী। সাক্ষাৎকারে নিজের প্রেম ও ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছেন সাফা। প্রেম-বিয়ে নিয়ে কোনো ভাবনা আছে কিনা এমন প্রশ্নে সাফা জানান, ‘আমার প্রেম করার মতো কোনো সঙ্গী নেই। আমি এখনও একাই আছি।
প্রেম করছি না। আসলে প্রেম, বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। ভাগ্যে যেটা লেখা আছে, সেটাই হবে। আমার বিয়ে, প্রেম করেও হতে পারে আবার পরিবার থেকেও ছেলে পছন্দ করতে পারেন। বিয়ে নিয়ে আমি দুটাতেই বিশ্বাসী।’ আমার প্রেমে করার মত কোন সঙ্গী পাচ্ছি নাহ!
Leave a Reply