বাড়িতে গাঁজা চাষ, নোয়াখালীর যুবক আটক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাড়িতে গাঁজা চাষ করায় মনির হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ সোমবার রাতে





চরপার্বতী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরপূর্বানী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে গাঁজাগাছের দুটি চারা জব্দ করা হয়েছে। আটক মনির হোসেন চরপার্বতী ইউনিয়নের





৯নং ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা (নম্বর-১৪) হয়েছে। কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চরপার্বতী ইউনিয়নের চরপূর্বানী গ্রামে অভিযান চালাই।
এ সময় বাড়ির আঙিনায় চাষ করা গাঁজাগাছের দুটি চারাসহ মনির হোসেনকে আটক করা হয়। আটক মনির হোসেনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ।