প্লাস্টিকের বোতল দিয়ে ইঁদুর জন্য ফাঁদ পেতে, ঘরকে রাখুন জামেলা মুক্ত স্ট্যাপ বাই স্ট্যাপ নিয়ম আছে – রইল ‍ভিডিও!

ক্ষতিকর আর বিরক্তিকর প্রাণীগুলোর মধ্যে ইঁদুর অন্যতম। ইঁদুরের উৎপাতে ঘরে কিছু রাখাই যেন মুশকিল। কাপড়-চোপড় থেকে শুরু করে

খাবার নষ্ট করা ইঁদুরের প্রধান কাজ। অনেকে বিরক্ত হয়ে ইঁদুর ধরার জন্য বাজার থকে ফাঁদ কিনে আনেন। আবার অনেকে

কিটনাশক ব্যবহার করেন। এ কৌশল প্রয়োগ করতে একটি পানির বোতল প্রয়োজন হবে। যার মাধ্যমে আপনি সহজেই ইঁদুরকে ফাঁদে  ফেলতে পারবেন। কিন্তু বাড়িতে প্লাস্টিকের বোতল থাকলে আপনি নিজেই বানিয়ে নিতে পারেন ইঁদুরের ফাঁদ। বিশেষ করে এক ধরনের ছোট ইঁদুরকে ১৯ শতাব্দী পর্যন্ত লালন পালন করে আসছিল মানুষ।

ট্রামড নামের এক ধরনের ইঁদুর আছে যেগুলো তোতা পাখির মতো। যা শেখাবেন তাই বলবে। গৃহপালিত প্রাণীর মতো তারা থাকতো মানুষের কাছে। এ রকম অনেক মুল্যবান জিনিসপত্র আছে যা ইঁদুরে নষ্ট করে দিয়েছে। তাই আজকে ইঁদুর মারার জন্য উঠে পড়ে লেগেছি। কিন্তু এসব দুষ্ট ও চালাক ইঁদুরকে ধরা তো সহজ কথা না। অনেক কাঠখড়ি পুড়িয়ে মারতে হয় ইঁদুরগুলোকে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন>>>

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*