বনের মধ্যে ঝুলন্ত ব্রীজের উপর দিয়ে, নেচে-নেচে পার হতে গিয়ে লঙ্কা কান্ড করে বসল বানর- ভাইরাল ভিডিও!

বানর, বান্দর বা বাঁদর এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী। মূলত সিমিয়ান প্রাইমেট গণের তিনটি দলের মধ্যে

দুইটির সদস্যরা সাধারণ ভাবে বানর নামে পরিচিত। এই দলগুলি হলো, নতুন পৃথিবীর বানর, পুরাতন পৃথিবীর বানর এবং

নরবানর। এদের প্রধানত দেখা যায় দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকায়। বিচিত্র পৃথিবীর প্রাণীজগতের বৈচিত্র্যের শেষ নেই। সেই বিচিত্র প্রাণীজগতের

অন্যতম আদি প্রাণী বানর। পৃথিবীতে বর্তমানে বিদ্যমান ১৯ প্রজাতির বানরের মধ্যে এক প্রজাতি ছাড়া

অন্য সবগুলি ছড়িয়ে আছে। বানর বুদ্ধিমান ও সামাজিক জন্তু; অধিকাংশ প্রজাতিই গাছে বাস করে। নিরামিষভোজী হলেও এদের বাসস্থান ও খাদ্যে পর্যাপ্ত বৈচিত্র্য আছে। নব বিশ্বের বানরেরা পুরাতন বিশ্বের বানরদের থেকে ছোট। বানরদের লম্বা হাত ও পা আছে যার সাহায্যে এরা এক গাছ থেকে অন্য গাছে লাফ দেয়।

যে সব বানরদের লম্বা লেজ আছে তারা তাদের লম্বা লেজ দিয়ে গাছে ঝুলে থাকতে পারে। এই বানরটি তার বুদ্ধি খাটিয়ে ব্রীজের উপর দিয়ে নেচে-নেচে পাড় হচ্ছে। বানর সবার সাথে কম বেশি করে বন্ধু সুলভ আচরন করে থাকে। বনের মধ্যে হঠাৎ করে বানরটি ব্রীজের সরু অংশ দিয়ে এমন করে পাড় হয়ে যাবে তা অবিশ্বাস্য। বানরের এমন পাড় হওয়া দেখে অবাক হয়েগিয়েছিল সবাই।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন>>>

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*