





গাছ লাগান, প্রাণ বাঁচান’, এই শ্লোগানের সঙ্গে সকলে পরিচিত হলেও, এই বাক্যকে মেনে চলা মানুষেরই খুব অভাব এই পৃথিবীতে। অনেক জায়গাতেই





এমন দেখা যায়, যেখানে বনাঞ্চল পরিষ্কার করে গাছ কেটে, গড়ে তোলা হচ্ছে বড় বড় ইমারত। আবার অনেকেই নিজেদের বাড়ি তৈরি করতে গিয়ে কেটে ফেলছেন বহুবছরের পুরনো কোন গাছ। তবে





এই সময়ে দাঁড়িয়ে দৃষ্টান্ত তৈরি করলেন কেপি সিং। গাছ না কেটে, সেই গাছের মধ্যেই বানিয়ে ফেললেন নিজের বাড়ি। সেইসঙ্গে আবার গাছের যত্ন নেওয়ার জন্য বাড়িতে





রাখলেন বড় বড় গর্তও। এর তাঁর এই বাড়ির ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজনরা। রাজস্থানের হ্রদের শহর উদয়পুরের বাসিন্দা কেপি সিংয়ের এই বাড়ি বর্তমানে





পর্যটকদের কাছে একটি বিশেষ ভ্রমণস্থান ও হয়ে দাঁড়িয়েছে। পর্যটকরা এখানে এসে এই বাড়ি পরিদর্শনও করে যান এবং কিছুটা সময়ও কাটিয়ে যান। কেপি সিংয়ের এই ঘরটি, পরিবেশ সুরক্ষার অনন্য উদাহরণ





হিসাবে দেখা গিয়েছে। বাড়ির মালিক ইঞ্জিনিয়ার কেপি সিং-র এই ৪ তলা বাড়িটি বিগত ২০ বছর ধরে একটি আম গাছের উপর দাঁড়িয়ে আছে। ‘ট্রি হাউস’ (Tree house) নামের এই বাড়িটির একটি ডাল আজ অবধিও
কাটেননি কেপি সিং। গাছটিকে গোটা রেখি সেখানে সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন তিনি। তাঁর বাড়ি তৈরি করতে গিয়ে গাছের ডাল কাটার বদলে একটি শাখায় টিভি স্ট্যান্ড, অন্য শাখায় সোফা, আর
এক শাখায় টেবিলের রূপ দেওয়া হয়েছে। বাড়ির নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে গাছের বেশিরভাগ ডালই রয়েছে ঘরের ভেতরে। যখন আমের মরশুম আসে, তখন
বাথরুম, বেডরুম, রান্নাঘর এবং ডাইনিং রুম সর্বত্রই আম পাওয়া যায়। প্রায় ৮৭ বছরের এই গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য, বাড়ির সিঁড়িগুলো দূর থেকে বসানো হয়েছে।
প্রায় ৮০ ফুট উঁচু এই বাড়িটির দেওয়াল সেলুলার, স্টিল স্ট্রাকচার এবং ফাইবার সিট দিয়ে তৈরি করা হয়েছে। ২০০০ সালে এই বাড়ি তৈরির সময় গাছের বিশেষ যত্ন নিয়েই তৈরি করা হয়েছে। ‘লিমকা বুক অফ রেকর্ডস’-এ স্থান পেয়েছে কেপি সিং-র এই বাড়ি। তবে একটাই সমস্যা রয়েছে এই বাড়িতে। বিষয়টা হল, প্রবল বাতাসে এই ট্রি হাউসটিকে বেশ দুলতে দেখা যায়।
Leave a Reply