





বিশ্বের বৃহত্তম বিষাক্ত সাপ কিং কোবরার দেখা মিলেছে। শঙ্খচূড়, পদ্ম গোখরা, রাজ গোখরা (বৈজ্ঞানিক নাম: Ophiophagus hannah) হচ্ছে





পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ। যার দৈর্ঘ্য সর্বোচ্চ ৫.৬ মিটার (১৮.৫ ফুট) পর্যন্ত হতে পারে। এটি মূলত





সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার বনাঞ্চল জুড়ে দেখা যায়। এই সাপের আকার পর্যবেক্ষণ এবং ফণার পেছনের অংশ পর্যবেক্ষণের মাধ্যমে গোখরার সাথে





এটির পার্থক্য খুব সহজেই নির্ণয় করা সম্ভব। গোখরার তুলনায় শঙ্খচূড় আকৃতিতে যথেষ্ট পরিমাণ বড়। প্রাথমিকভাবে এটি অন্যান্য সাপ ভক্ষণ করেই





তার খাদ্য চাহিদা মেটায়। যেসকল সাপ এটি ভক্ষণ করে তার মধ্যে আছে র্যাট সাপ, এবং ছোট আকৃতির অজগর। ডিম পাড়ার আগে





স্ত্রী শঙ্খচূড় তার শরীর পাকিয়ে কুণ্ডুলী তৈরি করে, এবং শুষ্ক পাতা ব্যবহার করে উঁচু ঢিপির মতো তৈরি করে। শঙ্খচূড় ভারত উপমহাদেশের দক্ষিণপূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দক্ষিণাঞ্চলে বিশেষ করে বাংলাদেশ, ভুটান, মায়ানমার(বার্মা), কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামে বেশি পরিমাণে দেখা যায় ।
এটি ঘন জঙ্গল ও উঁচুভূমিতে বিশেষ করে হ্রদ ও স্রোতস্বিনী পরিবেশে থাকতে বেশি পছন্দ করে। ভারতের উত্তরা প্রদেশে এই কোব্রা সাপটিকে বেশি দেখা যায়। এই সাপের ধরন ঘঠন চ্যাপ্টা হয়ে থাকে। এরা সুযোগ বুঝে আক্রমন করতে ভালবাসে। এই সাপের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। অবিশ্বাস্য ভাবে মায়াময়ি জঙ্গলে, ডিব্বার মুখ খুলতেই বাহির হয়ে এল. একত্রিত ভাবে ৮টি কোব্রা সাপ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন>>>
Leave a Reply