





টিয়া (যা সিট্টাসিনি হিসেবেও পরিচিত) ৩৭২ টি প্রজাতি ও ৮৬ টি গণে বিভক্ত পাখি, যারা সিট্টাসিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত। টিয়া উষ্ণ ও





নিরক্ষীয় অঞ্চলের পাখি। সিট্টাসিফর্মিস বর্গটি তিনটি গোত্রে বিভক্ত: সিট্টাসিডি, ক্যাকাটুইডি, এবং স্ট্রিগোপোইডিটিয়া উষ্ণ ও





নিরক্ষীয় অঞ্চলের পাখি। সিট্টাসিফর্মিস বর্গটি তিনটি গোত্রে বিভক্ত: সিট্টাসিডি, ক্যাকাটুইডি, এবং স্ট্রিগোপোইড। দক্ষিণ আমেরিকা ও





অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি টিয়ার দেখা মেলে। একটি দোকানে পোষ্যর একটি ডিম পেয়েছে। একটি ছোট বুগির ডিম। আমি যদি





এটি উৎসাহিত করতে পারি, তবে আমি এটি উত্থাপন করতে সক্ষম হব। এই বড় মানুষের হাত দিয়ে এত ছোট ডিম কেমন করে তাপ দিয়ে
বাচ্চা বাহির করা হল তা অবিশ্বাস্য। এই ডিম থেকে বাচ্চা বাহির জন্য তাকে অনক পরিশ্রম করতে হয়। সে তাপ দিয়ে কারেন্টর দারায় প্রায় এক সাপ্তাহার মত রেখে দেয়। মাঝে মাঝে বাহির করে দেখে এই ডিমের মধ্যে কোন পরিবর্তন আসে কিনা। সে দেখছে অনেক ভাল ভাবেই এই ডিমটির মধ্যে পরিবর্তন আসছে। ফলে তার মনের মধ্যে অনেক আশা রুপ জন্মালো। সে বাচ্চাটাকে ডিম থেকে বাহির করল এবং পরিচর্চা করতে লাগল।
একটা সময় বাচ্চাটি যখন বড় হল সে বাচ্চাটাকে চুমু খেতে লাগল। আরও বড় হওয়ার পর বাচ্চাটিকে তার মায়ের কাছে নিয়ে গেল। যেখান থেকে সে এই ডিমের কোটা নিয়ে এসেছিল। প্রাণীদের প্রতি আমাদের ভালবাসা থাকা কেমন জরুরি সেটা বুঝানো খুবই দরকার। ভিডিওটির মাধ্যমে কেমন করে ডিম থেকে বাচ্চা ফুঁটানো হয় সেটা দিক ভাল করে লক্ষ করা হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন>>>
Leave a Reply