





দাঁত দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন আস্ত একটা ট্রাক! ব্যক্তির এমন কান্ড দেখে রীতিমতো হতবাক নেটদুনিয়া। নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন? কারণ





এমন ঘটনা কল্পনাতীত। আমরা সকলেই জানি অভ্যাস করলে শরীরের দ্বারা অনেক কাজই সম্ভব। অভ্যাসের করলে শরীর যেমন সুস্থ থাকে তেমনি কিছু কিছু বিস্ময়কর কাজও





করা যায়। সেরকমই মিশরের এক ব্যক্তিকে এরকম কাণ্ড করতে দেখা গিয়েছে। দাঁতের সাহায্যে আমরা কী করে থাকি? খাবার চিবিয়ে খাওয়ার পাশাপাশি কোনো প্যাকেট জাতীয় জিনিস ছেঁড়া যায়? তবে





কখনো কী ভেবেছেন সেই দাঁত দিয়েই টানা যাবে আস্ত একটি লরি? ভাবেননি তো। তবে এমনই দৃশ্য ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হতবাক সকলে। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া সেই ভিডিওতে
দেখা যাচ্ছে মিশরের বাসিন্দা আশরাফ মাহরস মোহাম্মদ সুলিমান 15,730 কেজি ওজনের একটি ট্রাক দাঁতে করে টেনে নিয়ে গিয়েছেন। এমনকি এই কাজের জন্য তার নাম উঠে গিয়েছে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’এ। জানা গিয়েছে
2021 সালের 13ই জুন রেকর্ডটি তৈরি করেছিলেন তিনি। ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল। যার ক্যাপশনে লেখা,
‘আশরাফ সুলিমান দাঁত দিয়ে 15,730 কেজির সবচেয়ে ভারী গাড়ি টেনেছেন।’ ভিডিওটি দেখামাত্র তা ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। আর সেখানে নানান মজাদার মন্তব্য করেছেন সকলে। যেমন একজন লিখেছেন, ‘আমি শুধু খুঁজে বের করতে চাই তার দন্ত চিকিৎসকটিকে।’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply