





দুনিয়ায় অভিনেত্রীদের শরীরে আবেদনে মজে দর্শক কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে অনেক অজানা কাহিনী। সেলিব্রেটি মানেই আমাদের ধারণায় থাকে রঙিন জগত প্রচুর ফ্যানফলোয়িং। কিন্তু





তাদের জীবন পান থেকে চুন খসার মতোই, তাদের একটু পরিবর্তন হলেই শুরু হয় ট্রোল। বডি শেমিংয়ের কুরুচিকর প্রবণতা থেকে রেহাই পাননা তারা। যেমন বেবি ফ্যাট জমার কারণে





কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল শুভশ্রীকে, যেমন কার্ভি ফিগার হওয়ায় শ্রাবন্তীকেও বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল তেমনি এবার স্থূলতার কারণে





কটাক্ষের সম্মুখীন হতে হলো শ্রীলেখাকে। তবে বরাবর স্পষ্ট বক্তা শ্রীলেখা নিজের বাক্যবাণে চুপ করিয়ে দিলেন কটাক্ষকারীদের।তিনি সদাহাস্য আবার তিনিই স্পষ্টবক্তা,





তিনি প্রয়োজনে নম্র আবার প্রয়োজনে সাহসী, তিনি শ্রীলেখা মিত্র যখন যেমন প্রয়োজন তখন সেভাবেই ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি নতুন বছরে পুরনো দিনের গানে জমিয়ে নেচে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন তিনি কিন্তু
সঙ্গে সঙ্গেই কিছু মানুষ বডিশেমিং শুরু করেন। তবে তা দেখে চুপ করে থাকেনি বা এড়িয়েও যাননি। বরং নিন্দুকদের কড়া জবাব দিয়ে মুখ বন্ধ করে দিলে। তার শেয়ার করে নেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে স্লিভলেস কালো ব্লাউজ আর শাড়ি পরে
” বাবুজি ধীরে চালনা” গানে নিজের মতোন করে খোশমেজাজে নাচ করছেন তিনি। আর ভিডিওর কমেন্ট বক্সে নজর রাখলে দেখা যাবে প্রশংসার পাশাপাশি তাকে নিয়ে সমালোচনাও শুরু হয়েছে।
কেউ লিখেছেন “কাতলা মাছের মত লাগছে” কেউ লিখেছেন “বুড়ো বয়সে ভীমরতি”। একজনতো তাকে প্রশ্ন করে বসেছেন “দিন দিন এত মোটা হয়ে যাচ্ছ কেন?” জবাবে শ্রীলেখা লেখেন “খেতে ভালবাসি তাই গো”। মিষ্টি করেই তিনি বুঝিয়ে দিয়েছেন তার বডিশেপ নিয়ে তিনি মোটেও ইনসিকিওর নন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply