বছর শুরুতে নতুন ইনিংস, অভিনয় ছেড়ে এই পেশা বেছে নিলেন শুভশ্রী!

ষোড়শী কন‍্যা রূপে যতটা সাবলীল ততটাই সাবলীল বৃদ্ধা রূপে..’পরিণীতা’ থেকে “ইন্দুবালা ভাতের হোটেল” দুই ছবিতেই নিজেকে নতুনভাবে চিনিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চিরাচরিত ছবি থেকে

বাইরে বেরিয়ে ছকভাঙ্গা অভিনয় করে প্রমাণ করেছেন নিজের শিল্পীসত্তা। বর্তমানে তিনি যে টলিপাড়ার ব্যস্ত অভিনেত্রী তা বললে অত‍্যুক্তি হয় না। কিন্তু

এবার শোনা যাচ্ছে আবার নয়াভাবে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী! শোনা যাচ্ছে টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ভূমিকায় অভিষেক হতে চলেছে। আসলে তারই

শেয়ার করে নেওয়া instagram এর একটি পোস্ট উসকে দিয়েছে এই প্রশ্ন। কি রয়েছে সেই ছবিতে!পরনে কালো চামড়ার জ্যাকেট সঙ্গে মানানসই কানের দুল। সিম্পল মেকআপে চেয়ারে বসে আছেন শুভশ্রী,

যেন লেডি বস। ছবিটি তোলা হয়েছে রাজ চক্রবর্তী অফিসে। রাজের চেয়ারে বসেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। প্রত্যেকেই জানেন তার স্বামী রাজ চক্রবর্তী পরিচালক ও

প্রযোজক হিসাবে খ্যাতি পেয়েছেন। তাই এই ছবি দেখে জল্পনা শুরু হয়েছে এবার হয়তো প্রযোজক হিসাবে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। আবার নিজের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন “প্রযোজকের মত”।

বছর শুরুতে নতুন ইনিংস, অভিনয় ছেড়ে এই পেশা বেছে নিলেন শুভশ্রী!

এছাড়াও তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে অত্যন্ত সিরিয়াস ভাবে সামনে বসে থাকা ব্যক্তির সাথে আলোচনা সারছেন শুভশ্রী। এরথেকেই সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। যদি টলিউডের এই সুন্দরী অভিনেত্রী ভবিষ্যতে পরিচালনা বা প্রযোজনার কাজে যোগ দেন তাতে যে ভালই হবে তা বলার অপেক্ষা রাখে না। ছবি থেকে বিষয়টি স্পষ্ট না হলেও একেবারে হেলাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই জল্পনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*