ঘরে খেলা করছিল ছোট্ট বাচ্চা, গর্ত থেকে বেরিয়ে আসল বিশালাকার কোবরা সাপ, তুমুল ভাইরাল ভিডিও!

গোটা পৃথিবীতে আমরা এমন কিছু ঘটনা দেখতে বা শুনতে পাই যা দেখলে আমাদের কখনো আনন্দ হয় আবার কখনো

আমরা খুব অবাক হয়ে যায়। এবার সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হলো যা দেখে মানুষের রীতিমতো

চক্ষুচড়ক হয়ে গেছে। সাপ দেখলে আমরা সকলেই খুব ভয় পাই। আর সোশ্যাল মিডিয়াতে প্রায় মাঝেমধ্যেই এরকম ভয়ানক সাপের ভিডিও

দেখা যায়। সম্প্রতি আবারো একটি ভয়ানক সাপের ভিডিও ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গেছে, উড়িষ্যার মতো

একটি গ্রামে একজনের বাড়িতে একটি বিষাক্ত সাপ পাওয়া গেছে। আর দেখা যায় একটি লোক এই সাপটিকে উদ্ধার করতে পৌঁছে গেছেন। শুরুতেই

দেখা গেল ওই শাক দরজার সামনে পুরো বসে রয়েছে। এই সাপটির নাম হচ্ছে রাসেল ভাইপার। এই সাপ কিন্তু মারাত্মক বিপদজনক। এইসব একবার কাউকে আক্রমণ করলে তার মৃত্যু নির্ঘাত লেখা। দেখা গেল যে দরজার সামনে সাপটি ছিল সেই দরজাটি বন্ধ ছিল কিন্তু তাও সাপটি সেই দরজা বেয়ে বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল।

আপনি সময়ও গুনতে পারবেন না তার মধ্যেই এই সাপ আক্রমণ করে দেবে। আর কিছুক্ষণের মধ্যেই এই সাপের বিষ সারা শরীরে ছড়িয়ে যাবে। এরপর দেখা যায় একটি সাপ ধরার যন্ত্র দিয়ে সাপটিকে তুলে বাইরে নিয়ে আসেন লোকটি। অনেকেই এই সাপকে অজগর সাপ ভেবে বসে। কারণ দেখতে তাকে অনেকটাই অজগরের মতন। এই বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা আছে। ভাগ্যবশত এই বাচ্চাগুলো সুরক্ষিত আছে।

এই সাপ কোনক্রমেই কাউকে আক্রমণ করতে পারেনি। এরপর দেখা যায় একটি কাপড়ের ব্যাগ সাপটির সামনে ধরা হয়। সাপটির সামনে কাপড়ের ব্যাগটি ধরতেই সে আস্তে আস্তে তার মধ্যে বুকে যায়। সাপটি ভিতরে যেতেই কাপড়ের ব্যাগটি আটকে দেন লোকটি। ভিডিওটি মাত্র দুদিন আগেই ইউটিউবে MIRZA MD ARIF নামের চ্যানেল থেকে ভাইরাল করা হয়েছে। মাত্র দুদিনের মধ্যেই ভিডিওটি ৪৭ হাজার মানুষ দেখে নিয়েছেন আর লাইক করেছেনও অসংখ্য মানুষে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*