





মানুষের দাঁতওয়ালা বিরল একটি মাছ ধরা পড়েছে যুক্তরাষ্ট্রে। চলতি সপ্তাহে ফেসবুকে





ওই মাছের একটি ছবি পোস্ট করা হয়। দেশটির নর্থ ক্যারোলাইনার ন্যাগ’স হেডে ওই মাছ ধরা পড়ে। খবর বিবিসির। এই মাছকে





শিপশেড ফিশ বলা হয়। এই মাছের বেশ কয়েকটি চূর্ণ দাঁত রয়েছে। এই মাছের এমন অদ্ভুত নাম দেয়ার কারণ
এটার মুখ দেখতে অনেকটা ভেড়ার মতো। নাথান মার্টিন নামের এক ব্যক্তি ওই মাছটি ধরেছেন বলে জানা গেছে। তিনি সেখানে নিয়মিতই মাছ ধরেন। মার্টিন বলেছেন, আমি একটি শিপহেড ফিশ ধরার আশা করছিল। যখন আমি ‘মুখ ভর্তি দাঁতওয়ালা মাছটি’ দেখতে পাই তখন সেটা ধরে ফেলি। তিনি স্থানীয় ম্যাকক্লাচি নিউজকে বলেছেন, মাছটি খেতে খুব সুস্বাদু।
ওই মাছের ছবি পোস্ট করে একটি ক্যাপশনও দেন মার্টিন। সেখানে তিনি লিখেন, হ্যাশট্যাগ বিগটিথবিগটাইমস। এরপর তার পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে যায়। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেন, তাহলে কি এটা থেকেই দাঁতের উৎপত্তি। আরেকজন লিখেন, মাছটির দাঁত আমার চেয়েও ভালো।
Leave a Reply