দৈত্বাকার মাছটি অবিশ্বাস্য রকম ভাবে, কবুতরটিকে লঙ্কা কান্ড বাদিয়ে পানি থেকে খেয়ে ফেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল- রইল ভিডিও!

দেহ সম্মুখে প্রায় চোঙাকৃতির এবং পশ্চাতে চাপা। শোল মাছের মাথা দেখতে সাপের মত। শোল মাছ ১ মিটার পর্যন্ত

দীর্ঘ হতে পারে। পূর্ণাঙ্গ শোল দেখতে ঘন বাদামি রঙের হয়, সারা গায়ে কালো ডোরা থাকে। কবুতর বা পায়রা বা কপোত বা

পারাবত এক প্রকারের জনপ্রিয় গৃহপালিত পাখি। এর মাংস মনুষ্যখাদ্য হিসাবে ব্যবহৃত হয়। প্রাচীন কালে কবুতরের মাধ্যমে

চিঠি আদান-প্রদান করা হত। কবুতর ওড়ানোর প্রতিযোগিতা প্রাচীন কাল থেকে অদ্যাবধি প্রচলিত আছে। গৃহপালিত কবুতরের

বৈজ্ঞানিক নাম Columba livia domestica। সব গৃহপালিত কবুতরের উদ্ভব বুনো কবুতর (Columba livia) থেকে। পৃথিবীতে প্রায় ২০০ জাতের কবুতর পাওয়া যায়। বাংলাদেশে প্রায় ৩০ প্রকার কবুতর রয়েছে। বাংলাদেশের সর্বত্র এসকল কবুতর রয়েছে। বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শস্যক্ষেত্র কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী।

পূর্বে কবুতরকে সংবাদবাহক, খেলার পাখি হিসাবে ব্যবহার করা হতো। কবুতর বাড়ি ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করা ছাড়াও অল্প খরচে এবং অল্প ঝামেলায় প্রতিপালন করা যায়। বাংলাদেশে কবুতরের জাতের মধ্যে গিরিবাজ জনপ্রিয়। কবুতরটি পানি খেতে আসলে হয়ে যায় যত বিপত্তি।

এক ঝাক কবুতর পানি খেতে আসলে উদ পেতে থাকা কবুতর গুলোকে খেতে মরিয়া যায় এই মাছটি। এই ভিডিওটি প্রকাশ করার সাথে তা সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটি প্রকাশ করা হয় বিবিসি আর্থ নাম একটি ইউটিউব চ্যানেল থেকে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন>>>

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*