





মাছ একটি শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী যার শ্বাস-প্রশ্বাসের জন্য ফুলকা রয়েছে, চলাচলের জন্য





যুগ্ম অথবা অযুগ্ম পাখনা রয়েছে,এদের দেহে সচরাচর আঁইশ থাকে,সাধারণত এরা জলকেই বসবাসের মাধ্যম হিসেবে





গ্রহণ করে থাকে। সাধারণত এদের দেহের বহির্ভাগ আঁশ দ্বারা আচ্ছাদিত; তবে আঁশ নেই এমন মাছের সংখ্যাও একেবারে কম নয়। মাছ মানবদেহে অন্যতম আমিষ যোগানদাতা। অনেক স্থানেই মাছ চাষ করা হয়ে থাকে। এ ছাড়াও বিনোদন হিসাবে ছিপ/বড়শি দিয়ে মাছ ধরা আবার মাছকে অ্যাকুয়ারিয়ামে প্রদর্শন করা হয়ে থাকে। কয়েকটি প্রাণী মাছ না হলেও এগুলো মাছ হিসাবে প্রচলিত।
মাছ ধরতে যে কারো ভাল লাগে। এই মাছ আমাদের অনেক কাজে আসে। মাছের চাহিদা দিন দিন করে তুমুল ভাবে বাড়ছে। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে যে কোন অনুষ্ঠানে এই মাছের ভূজন ছাড়া যেন আর কিছুই নেই। ছোট মাছ দিয়ে বড় মাছ ধরে লঙ্কা কান্ড বাদিয়ে বসল যুবকটি, সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন>>>
Leave a Reply