তেল দিয়ে কুইচা মাছ ধরার অসাধারণ পদ্ধতি, সাড়া জাগলো নেট দুনিয়ায়, ভিডিও ভাইরাল!

সোস্যাল মিডিয়ায় এখন আশ্চর্যজনক ঘটনা দিলেই ভাইরাল হয়ে যায়।এখনকার যুগে প্রতিনিয়ত ভালো,

খারাপ দুটোই সোস্যাল মিডিয়া তে সহজেই ভাইরাল হয়ে যায়। সেটা নাচ,গান,মাছ ধরা,সাপ ধরা, ভিডিও মুহুর্তের মধ্যে

ভাইরাল হয়ে যায়।সোস্যাল মিডিয়ার বদলৌতে আমরা অনেক ভালো এবং আশ্চর্যজনক ভিডিও দেখতে পাই। যেগুলো মুহূর্তেই

ভাইরাল হয়ে যায়। কুঁচে মাছের দেহ লম্বা এবং নলাকার। এদের লেজ খাড়াখাড়ি ভাবে চাপা এবং প্রান্তের দিকে ক্রমশ সরু। মাছটির  ত্বক স্যাঁতস্যাঁতে ও পিচ্ছিল। এদের বক্ষ, শ্রোণী, পায়ু ও পুচ্ছ পাখনা অনুপস্থিত হলেও অতি ক্ষুদ্র একটি পৃষ্ঠ পাখনা আছে। এদের একটি চোখ অন্ধ। বর্ষাকালে গ্রামের মাঠ যখন পানিতে ভরপুর তখন শুরু হয় মাছ ধরার পালা।

কুইচা মাচ বেশির ভাগ রাতের বেলায় বের হয়। রাতে জেলেরা বাশের বিভিন্ন যন্ত্র দিয়ে ধরে থাকে। কিন্তু কুইচা মাচ ধরার আরো পদ্ধতি আছে। যা এই ভিডিওতে প্রকাশ পায়। তা হলো তেল দিয়ে ধারুন কায়দায়। যা বিডিওটি দেখলে বুজতে পারবেন। ভিডিওটি সোস্যাল মিডিয়ায় আসার সাথে সাথে ব্যাপক সাড়া পেয়েছে। ভাইরাল ভিডিওটি টি আপনারা নিচে গেলেই দেখতে পাবেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*