





সুন্দরবনে হঠাৎ বাঘের আক্রমণ। বাঘের থাবা থেকে নিজেকে রক্ষা করতে না পালিয়ে হাতে থাকা বৈঠা দিয়েই





শুরু করেন লড়াই। অবশেষে পরাস্ত হয় বাঘ। বেঁচে ফেরে এক জেলে। সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের বড়খালে বাঘের আক্রমণের শিকার হন তিনি। পরে





সোমবার ভোরে তার সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৯ জানুয়ারি কৈখালী
ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে পশ্চিম সুন্দরবনের গহীনে মাছ ধরতে যান আবুল হায়াতসহ মীরগাং গ্রামের বাবলু সানা ও নুর ইসলাম গাজী। ফিরে আসার পর তারা জানালেন, গত রোববার সন্ধ্যায় দাঁড়গাঙ বড়খালে মাছ ধরার সময় আবুল হায়াতের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি।
বাঘের অতর্কিত আক্রমণে তারা দু’জন ভয় পেয়ে চিৎকার করতে থাকেন, তবে এ সময় আবুল হায়াত তার হাতে থাকা বৈঠা দিয়ে আঘাত করলে বাঘটি পালিয়ে যায়। পরে তার সহযোগীরা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন>>>
Leave a Reply