নতুন ভারতের গতি, ঘন কুয়াশার চাঁদর ছিঁড়ে ছুটছে ‘বন্দে ভারত’, ভাইরাল ভিডিও

অবশেষে সফল টায়ালের পর ১লা জানুয়ারি থেকে শুরু হল হয়েছে “বন্দে ভারত এক্সপ্রেস”। হাওড়া থেকে

নিউ জলপাইগুড়ি গামী এই ট্রেনটির গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার। এই এক্সপ্রেস ট্রেনটিরষ চালু হবার পর থেকেই সকলের মধ্যে উত্তেজনা শেষ নেই সারা বঙ্গবাসীর কাছে এখন

গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় একটি যা হলো, বন্দে ভারত এক্সপ্রেস। সম্প্রতি এই ট্রেনটি এমন ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো সাড়া ফেলেছে নেটপাড়ায়। এই সেমি হাইস্পিড ট্রেনটি বর্তমানে

ছয়টি রুটে যাতায়াত করে। সর্বপ্রথম এই বন্দে ভারত ট্রেনটি যাত্রা শুরু করেছিল দিল্লি এবং বারানসীর মধ্যে ২০১৯ সালে ১৫ ই ফেব্রুয়ারি। আর তারপর

দিল্লি থেকে কাটরা, মুম্বাই থেকে আমেদাবাদ, মহীশূর থেকে চেন্নাই এবং সম্প্রতি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে চালু হয় এই ট্রেন। এই ট্রেনটি চালু হওয়ার পর

থেকেই মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি শেয়ার হওয়া ভিডিও সকলের উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে। ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে বন্দে ভারতকে দেখা গেছে একদম অন্যরকম রূপে। ভিডিওটিতে সে বিশাল গতিবেগ নিয়ে

যেন কুয়াশাকে ভেদ করে সজরে এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। ব্যাপক কুয়াশার কারণে সামনের দৃশ্য যদিও অস্পষ্ট ছিল, তবুও এই সেমি হাইস্পিড এক্সপ্রেস ট্রেনটির ঝড়ের গতিবেগ দেখে রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

উত্তর রেলওয়ের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। খুব সম্ভবত ভিডিওটি কোনো লোকো পাইলট সুট করেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে “নতুন ভারতের গতি” ইতিমধ্যে ভিডিওটির ভিউজ সংখ্যা প্রায় ৯ হাজার ছাড়িয়েছে। বন্দে ভারতের ঝড়ের গতির মতই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ভিডিওটি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*