‘ইংরেজি জানেন না তো কায়দা মারেন কেন?’ ভুলভাল ইংরেজি বলে চরম ট্রোলড শুভশ্রী

সম্মতি আরো একবার সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার শিকার হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। নেপথ্যে রয়েছে তার ভুলভাল ইংরেজি বলা। আমরা সকলেই

জানি যে তারকা মানেই তারা কোনো না কোনো কারণে সমালোচনায় উঠে আসেন। তাদের বিভিন্ন ছবি, ভিডিও থেকে শুরু করে ব্যক্তিগত জীবন তাদের নিয়ে

আসে লাইমলাইটে। সম্প্রতি সেরকমই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পুরুষ হকি দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে বেজায় বিপাকে পড়েছেন অভিনেত্রী। কারণ, ইংরেজিতে কথা বলতে গিয়ে

তিনি ভুল কথা বলে ফেলেছিলেন। যা দেখার পর নেটিজেনরা কটাক্ষে ভরিয়ে তুলেছেন তাকে। ভিডিওটিতে দেখা যায় কথা বলার মাঝে ‘হকি ওয়ার্ল্ড কাপ’ বলতে গিয়ে

‘হকি ওয়ার্ল্ডস কাপ’ বলে ফেলেছেন তিনি। যা দেখার পর তাকে নানান মন্তব্যে ভরিয়ে তুলেছেন সকলে। যেমন, একজন লিখেছেন ‘ওয়ার্ল্ডস কাপ! ভগবান ইংরেজি না বলতে পারলে বলেন কেন?

এতো চেষ্টা করার তো কোনো দরকার নেই।’ তবে শুধুই যে ভুল ইংরেজি বলার কারণে কটাক্ষের শিকার হতে হয়েছে তা নয়। অনেকে তার ঠোঁট নিয়েও সমালোচনা করেছেন। কারণ,

অনেকের মতে তিনি নাকি লিপ সার্জারি করিয়েছেন। যদিও এতো সমালোচনা হলেও কোনো বিষয়কে পাত্তা দেননি অভিনেত্রী। অন্যদিকে যাদের শুভেচ্ছা বার্তা তিনি জানিয়েছেন সেই দলেরই

খেলোয়াড় তাকে ধন্যবাদ লিখেছেন। তবে এই প্রথম নয় এর আগেও ইংরেজি বলার কারণে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। যেখানে তিনি ‘আই এম গোয়িং টু লিভ মাই ড্রিম’ এর বদলে ‘আই উইল গোইং টু লিভ মাই ড্রিম’ বলেছিলেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*