





কয়েকদিন ধরেই রাত-দিন আকাশ ভাঙা বৃষ্টি ঝরছে। এ শ্রাবণ ধারায় গ্রাম বাঙলার প্রকৃতিও





ধরা দিয়েছে ভিন্ন এক মোহনীয় রূপে। খাল-বিল ও পুকুর ভাসিয়ে এ বৃষ্টির পানি ঠাঁই নিয়েছে ফসলের মাঠে।
ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছও। এমন দিনে বৃষ্টির ধারা কমতে না কমতেই পরমানন্দে মাছ ধরার ধুম পড়ে যায় সৌখিন মাছ শিকারীদের। শুক্রবার বৃষ্টিমুখর দিনের পড়ন্ত বিকালে কিশোরগঞ্জের সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর
পরমানন্দ পাড়ার জলাবদ্ধ ফসলের মাঠের মাছ শিকারের ধুম পড়ার এ দৃশ্য এটি। শ্রাবণ ধারায় কিশোরগঞ্জে মাছ ধরার ধুম ভিডিওটি তুমুল ভাইরাল , রইল ভিডিওসহ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন>>>
Leave a Reply