





সারা বিশ্বের কাছে সোশ্যাল মিডিয়া বিনোদন মাধ্যমের পাশাপাশি সংবাদ যোগানের মাধ্যমও হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ বাড়িতে





বসেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের ঘটনা সম্বন্ধে জানতে পারে সহজেই। এছাড়াও এই নেটদুনিয়ায় ভাইরাল হয় বিভিন্ন মানুষের প্রতিভা। সম্প্রতি সেরকমই





এক বৃদ্ধার দুর্ধর্ষ নাচের ভিডিও ভাইরাল হলো নেটদুনিয়ায়। বয়সকে হার মানিয়ে নেট মাধ্যমে দুর্দান্ত নৃত্য পরিবেশন করে নেটিজেনদের তাক লাগিয়ে





দিলেন এক বৃদ্ধা। ৮০ বছর বয়সে বৃদ্ধার এই রকম নাচ হার মানিয়ে দেয় অনেক প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীকেও। বয়স যে একটা সংখ্যা মাত্র তা তিনি





এই নাচের মধ্য দিয়ে সমাজের কাছে আরো একবার প্রমাণ করেছেন। ঠাকুমার এই দুর্দান্ত নৃত্য দেখে পাগল হয়েছেন নেটদুনিয়ার মানুষ। সম্প্রতি





ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় যে, ৮০ বছর বয়সী এক বৃদ্ধা জনপ্রিয় গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য্য-এর বিখ্যাত গান “কমলায় নৃত্য করে” গানের রিমিক্স ভার্সনে নাচ করছেন। তিনি নীল পাড় সাদা শাড়ি এবং চোখে কালো রঙের চশমা পড়ে ক্যামেরার সামনে এই উত্তাল নাচ পরিবেশন করেন। এই ঠাকুমাকে নাচ করতে দেখা গেছে এক বাড়ির উঠোনে।
বয়সকে হার মানিয়ে ওই ঠাকুমার গানের প্রত্যেকটি স্টেপের নাচ নজর কেড়েছে নেটিজেনদের। এই ভিডিওটি আপলোড করা হয় ফেসবুকে অপূর্ব সরকার নামক অ্যাকাউন্ট থেকে। জীবনের সব দুঃখ-কষ্ট ভুলে এত বছর বয়সেও কিভাবে আনন্দে থাকা যায় তারই প্রমাণ দিয়েছেন এই ঠাকুমা। বর্তমানে ভিডিওটি প্রায় হাজার হাজার মানুষ দেখে ফেলেছে। এছাড়া নেট নাগরিকদের কাছে ঠাকুমা কতটা প্রশংসনীয় এবং প্রিয় হয়ে উঠেছে তা কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply