ক্ষুদে বালকের কাঁধে চেপে বসে তাকেই নকল করছে শালিক পাখি, তুমুল ভাইরাল ভিডিও!

সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মজার ভিডিও দেখা যায়। এর মধ্যে পশু পাখির ভিডিও আছে। পশু পাখিদের মজার ভিডিও

দেখতেও খুবই ভালোবাসে নেটিজেনরা। অনেক সময় পোষা পশুপাখির নানান মজার ভিডিও, আবার বন্যপ্রাণীদের কিছু ভিডিও

সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। পশু পাখিদের ভিডিও দেখে নেটিজেনরা একপ্রকার খুশিই হয়। সম্প্রতি এইরকম একটি শালিক

পাখির কথা বলার ভিডিও ভাইরাল হয়েছে। সাধারণত আমরা জানি, টিয়া পাখি বা ময়না পাখি মানুষের মত অবিকল কথা বলতে

পারে। কিন্তু শালিক পাখিও মানুষের মতো কথা বলতে পারে এমনটা কেউই কখনো শুনিনি। ঘটনাটা অবিশ্বাস্য হলেও

সত্যি অবিকল মানুষের মত কথা বলতে শোনা গেল একটি শালিক পাখিকে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ৫ বছরের ছেলে এবং তার কাঁধে বসে রয়েছে একটি শালিক পাখি। আশ্চর্যজনক ঘটনাটি ঘটলো যখন ভিডিওটিতে দেখা গেল, বাচ্চা ছেলেটি যাই বলছে শালিক পাখিটি অবিকল তার মতন করেই কথা নকল করছে।

এই ঘটনা অবিশ্বাস্য হলেও একেবারে সত্যি আর এই ভিডিও দেখে একেবারে থ হয়ে গেছে নেট দুনিয়ার মানুষ। ফুড অফ স্ট্রিট নামক একটি ইউটিউবার ভিডিওটি ইউটিউবে আপলোড করেছে। প্রায় ৩০ লক্ষের কাছাকাছি মানুষ ভিডিওটি দেখে ফেলেছে। ভিডিওটি লাইক পেয়েছে প্রায় ৩৫ হাজার।

প্রচুর মানুষ প্রচুর কমেন্ট করেছে ভিডিওতে। অধিকাংশ মানুষের জানিয়েছে, তারা এমন ঘটনা আগে কখনো দেখেনি। অধিকাংশ মানুষ এই ঘটনার সাক্ষী হওয়ার কারণে ইউটিউব প্লাটফর্মকে ধন্যবাদ জানিয়েছে। অনেকে বলছে, পাখিটা খুবই মিষ্টি। কেউ কেউ বলছে পাখিকে ট্রেনিং দেওয়া বেশ কঠিন এবং কাজটিও সুন্দরভাবে করা হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন>>>

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*