মাঠের মাঝে তুমুল লড়াই করছে দুটি আস্ত বড় গরু, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও!

সোশ্যাল মিডিয়ার দৌলতে কোন কিছুই আর এখন অজানা থাকেনা আমাদের কাছে। মানুষের ভালো-মন্দ সব দিকই বলতে গেলে

উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। এমনকি মানুষের লুকিয়ে থাকা প্রতিভাও প্রকাশ পায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। তবে,

এ তো গেল মানুষজনের কথা। কিন্তু সমাজ বলতে শুধুমাত্র মানুষজনই নয় আমাদের চারপাশের জীব-জন্তু, পশু-পাখি, গাছ পালা তাঁদেরও

একটা গুরুত্ব আছে বৈকি। আর এই সব নিয়েই গড়ে উঠেছে আমাদের সমাজ। আমাদের পরিবেশ। এমনকি আমাদের পৃথিবী। আর মাঝে মধ্যে

তাঁদেরও কিছু অদ্ভুত অদ্ভুত কান্ড ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে আবারও। ভাইরাল এই ভিডিওতে

দেখা গেল দুটি ষাঁড়ের লড়াই। ভিডিও শুরু হতেই দেখা গেল একটি খোলা ধান মাঠে লড়াই করার জন্য এগিয়ে চলেছে একটি মস্ত বড় আকারের ষাঁড়। আর দেখা গেছে ধারণ মাঠের অধিক দিয়েও আসছে একটি বিশাল আকারের ষাঁড়। এক সময় দেখা যায় বেশ দ্রুতগতিতে ছুটতে থাকে ষাঁড়টি। আর ওদিকে থাকা ষাঁড়টির কাছে গিয়ে সোজা শিং দিয়ে গুঁতোতে থাকে দুজন দুজনকে।

এরপর তো দেখা যায় খোলা মাঠে এই দুটি ষাঁড়ের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। দুজন দুজনকে সিং দিয়ে পুরো গুঁতোতে শুরু করে। দুটি ষাঁড়ের এই মহা আকারের যুদ্ধ দেখতে বেশ পছন্দ করেছেন সোশ্যাল মিডিয়ার মানুষজনেরা। একদম লাফিয়ে লাফিয়ে দুজন দুজনকে গুঁতোতে শুরু করে। যুদ্ধ করতে করতে তারা মাঠের এদিক ওদিক চলে যায়।

কেউই হারবে না, দুজন দুজনকে সিং দিয়ে পুরো ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে চলেছে। এইভাবে এক সময় দেখা যায় দুজনেই লড়াই করতে করতে পুরো বনের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু সেখানেও তাদের লড়াই থামেনা। তারপর সেই বোন থেকে বেরিয়ে এসেও আবার দুজন দুজনকে শিং দিয়ে সমানে গুঁতোতে থাকে। এক সময় দেখা যায় দুটি ষাঁড়ই চুপচাপ দাঁড়িয়ে পড়ে।

কিন্তু হঠাৎ করেই আবার শিং দিয়ে গুঁতোতে শুরু করে একে অপরকে। নিজেদের শিং দিয়ে তারা একে অপরকে পুরো উপড়ে ফেলে দেওয়ার মতন ক্ষমতা রাখে এই এক একটি ষাঁড়। এক সময় তো দেখা যায় লড়াই করতে করতে তারা মাঠ থেকে বেরিয়ে রাস্তার পাশে চলে আসে। সবার শুধু একটাই লক্ষ্য ও শেষ পর্যন্ত কোন ষাঁড়টি জিততে পারে।

শেষ পর্যন্ত দেখা যায় যে ষাঁড়টি প্রথমে যুদ্ধ করতে যাচ্ছিল সেই ষাঁড়টি সরে যায়। তাহলে শেষমেষ দেখা গেল প্রথমে যে ষাঁড়টি লড়াই করতে এসেছিল সেই হেরে ছুটে পালিয়ে যায়। বর্তমানে এই দুই ষাঁড়ের লড়াই করার ভিডিওটি ভাইরাল হয়েছে Badri Narayan Bhadra নামের একটি ইউটিউব চ্যানেল থেকে। ২১ লক্ষ মানুষ বর্তমানে এই ভিডিওটি দেখেছেন আর লাইক করেছেন ৬৯ হাজার মানুষ। অসংখ্য কমেন্ট ও এসেছে ভিডিওটিতে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন>>>

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*