বাথরুমে ঢুকতেই হটাৎ বেরিয়ে এলো এক বিশাল কোবরা সাপ, তুমুল ভাইরাল ভিডিও!

স্টাফ রিপোর্টার সুদীপ্তা দত্ত:সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়া এমন একটি, প্লাটফর্ম যেখানে কোন কিছু ভাইরাল হতে

খুবই কম সময় লাগে। কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষের, কাছে পৌঁছে যায় এই মিডিয়ার দরুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে

অনেক মানুষ জনপ্রিয় হয়ে উঠেছেন,এবং নিজেদের নাম করতে পেরেছে বিশ্বের দরবারে অন্যদিকে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা,

দেখা গিয়েছে যা হয়তো আগে কখনও দেখা যায়নি এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছি আমরা এই বছরে।আমরা সবাই যেমন জীবজন্তুদের ভয় পাই,

সেরকম ভাবে জীবজন্তুরাও আমাদেরকে ভয় পায়। আমাদের প্রতিনিয়ত যে জীব এর থেকে বেশি ভয় পাই সেই জীব হলো সাপ। সাপ এমন একটি জীব

যাকে সবাই ভয় পায় তার একটা কামড়ে কয়েক মিনিটের মধ্যে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমরা সব সময় এই জীবের হাত থেকে এগিয়ে চলতে পছন্দ করি। কিন্তু আমরা সবাই জানি সব হলো একটি সরীসৃপ প্রানী সাপেদেরও ধরন রয়েছে বিভিন্নরকমের এমন কিছু কিছু সাপ রয়েছে, যেগুলোর কামড়ে তেমন কোন ক্ষতি হয় না যেমন জলঢোঁড়া সাপ হেলে সাপ।

অন্যদিকে এমন কিছু সাপ রয়েছে,যাদের কামড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই একটি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে যেমন কোবরা চন্দ্রবোড়া। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, এক যুবক থেকে তিনটি কোবরা সাপকে ধরছে গ্রামের একটি স্হানীয় বাসিন্দার ঘর থেকে। আমরা সাধারণত সাপদের থেকে দূরে থাকতে পছন্দ করি।  এই ভিডিওতে প্রথমদিকে দেখা গিয়েছে যুবকটি একটি ঘরের মধ্যে থেকে কোবরা সাপ উদ্ধার করার জন্য গিয়েছেন।

কোবরা সাপটি রান্নাঘরের মধ্যে গ্যাস সিলিন্ডারের নীচে লুকিয়ে আছে। ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় যুবকটি কোবরা সাপ থেকে উদ্ধার করার, চেষ্টা করে কিন্তু কিছুতেই সে উদ্ধার করতে পারছিলেননা। ভিডিও কিছুক্ষণ এগুলোর পরেই দেখা যায় কোবরা সাপ কি ওভেনের মধ্যে লুকিয়ে পড়ে, এবং বার বার পোনা তুলতে থাকে তবে এর থেকে বোঝা যায় কোবরা সাপের কতটা ভয়ানক হয়ে উঠেছিল।

কিন্তু যুবকটি ভয় না পেয়ে অনেক কষ্টে সাপটিকে উদ্ধার করে। তারপর যুবকটি কয়েকটি পরামর্শ দেয় কোন সাপ কামড়ালে দেরি করতে না সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যেতে। তবে যুবকটি অনেক সাহসিকতার সাথে এই কাজটি করেছেন। যুবকের নাম হল মির্জা এমডি আরিফ, তিনি সেখানকার একজন স্থানীয় বাসিন্দা। এখনো পর্যন্ত 170 কোবরা সাপ ধরেছেন।

যুবকের এই সাহসিকতার সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পৌঁছামাত্রই আনাচে-কানাচে পৌঁছে গিয়েছে সবার কাছে। যত সময় এগোচ্ছে ততোই ভিউয়ারর সংখ্যা শেয়ারের সংখ্যা বেড়েই চলেছে। কমেন্ট সেকশনে অনেক নেটিজেনরা সাহসিকতার প্রশংসা করেছেন। অন্যদিকে অনেকে তার এই কাজকে সম্মান করেছে,তারা আছে বলেই আমরা বিষধর সাপদের থেকে আমরা রক্ষা পাই।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*