আশ্চর্যকর ঘটনা! মাঠে নেমে যুবকদের সাথে ফুটবল খেলছে গরু, তুমুল ভাইরাল ভিডিও!

বর্তমানে পৃথিবীর খবর জানার জন্য একমাত্র মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। পৃথিবীর নানা অ’দ্ভু’ত আ’শ্চর্য ঘট’নাবলী

আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দেখতে পারি ও জানতে পারি। এমনকি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে

অনেক মানুষ তার সুপ্ত প্রতিভা কে বিশ্বের সামনে আনার সুযোগ পান। আমাদের দেশের কোন কোন এমন অনেক প্রতিভা আছে যারা

উপযুক্ত সুযোগের অভাবে সুপ্তই থেকে যান, কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া সেই অসুবিধা দূর করেছে। আজকাল সোশ্যাল কিশোর কিশোরী ও

যুবক যুবতীদের প্রাধান্য বেশি। নাচ গান প্রভৃতি ভিডিওর সাথে সাথে নানারকম অদ্ভু’ত ঘটনাও ভাইরাল হতে দেখা যায়, যা দেখে

আমরা সত্যিই অবাক হয়ে যাই। প’শুপা’খিদের নিয়েও অনেক ভিডিও ভাইরাল হতে দেখা যায় সোশাল মিডিয়াতে।প’শুপা’খিদের সমাজে এমন অদ্ভুত অদ্ভুত কিছু কার্যকলাপ দেখা যায়, যা সত্যিই বিচিত্র। এমনকি কিছু কিছু পশুপাখির মজা’দার আচ’রণ আমাদের সত্যি হাসিয়ে দেয়, আবার কিছু কার্যকলাপ সত্যিই শিক্ষামূলক।

প্রতিটি প’শুপা’খির নিজস্ব অনুভূতি ও ভালোবাসা আছে,তারা মানুষের মতো তা হয়তো মুখে ব্যক্ত করতে পারে না, কিন্তু তাদের ভালোবাসা সত্যিই বিশ্বস্ত। কিন্তু বর্তমানে মানুষের অত্যাচারে প’শুপা’খির বিভিন্ন প্রজাতি বি’লু’প্ত হতে চলেছে। দিনের পর দিন বন কেটে ফেলা, পুকুর বুজিয়ে ফেলা, প্রভৃতি কারণে বহু প’শু পা’খি আজ বি’লু’প্ত প্রায়।

কিন্তু তাও এমন কিছু মানুষ পৃথিবীতে আজও আছেন যারা সত্যিই প’শু-পা’খিকে সংর’ক্ষ’ণের চেষ্টা করেন। আমরা প্রায়ই প’শু পা’খি’দের নিয়ে নানারকম খেলা দেখাতে দেখি রাস্তায়। এমনকি নানারকম রিয়্যা’লিটি শোতেও প্রদর্শনের দৌড়ে প’শুপা’খিরা পিছিয়ে নেই মানুষের থেকে।

প’শু পা’খিদের সঠিকভাবে শিক্ষা দিলে তারা সব রকম কাজ করতে পারে। এমনকি টিয়া পাখিরা নানারকম স্বর নকল করতে পারে, এর আগে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছিল, একটি শোতে একটি কথা বলা টিয়াকে নিয়ে এক ভদ্রলোক নানা রকম খেলা দেখাচ্ছে। সে সব রকম আওয়াজ করে দেখাচ্ছে।

কখনো বা বিড়াল, কখনো বা পেঁচা, এমনকি সে মহাকাশের আওয়াজ বা পড়ে গেলে কি রকম আওয়াজ হয় সেই সব নকল করে দেখিয়েছে অতি নি’খুঁ’তভাবে। তার এই প্রতিভাতে মু’গ্ধ হয়ে গেছিলেন দর্শক। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গরু ফুটবল খেলার মাঠের মধ্যে ঢুকে পড়েছে।

বিকেল বেলায় পাড়ার বা’চ্চা’রা সবাই মিলে এই মাঠটিতে ফুটবল খেলছিল,গরুটি হঠাৎ ঢুকে গিয়ে তাদের থেকে ফুটবলটি কেড়ে নিয়ে নিজের পায়ে রেখে দেয়। ভ’য়ে কেউ গরুটির কাছে যেতে পারছিল না। গরুটি নিজেই নিজের মনে বলটি নিয়ে সারা মাঠ ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ একটু অন্য’মন’ষ্ক হতেই একটি ছেলে বলটি কেড়ে নেয়।

সঙ্গে সঙ্গে গ’রুটি তার পেছনে ছোটে। বলটি যেদিকে ছেলেরা নিয়ে যায় গরুটি সেখানেই ছুটে ছুটে যায়। শেষ পর্যন্ত আবার বলটি গরুটির পায়ে চলে যায়। গরুটি নিজের মতো করেই বলটি নিয়ে সারা মাঠ খালি ঘুরতে থাকে। দেখে মনে হয় গরুটি নিজেই ফুটবল খেলতে চাইছে। শেষ পর্যন্ত গরুটির কাছ থেকে অ’ন্য’মন’স্কতা সুযোগ নিয়ে বলটি নিয়ে নেওয়া হয়, শেষ পর্যন্ত গরুটি অনেকক্ষণ অপেক্ষা করে মাঠ থেকে চলে যায়।

ভিডিওটি পো’স্ট করা হয়েছে নিউজ ফ্লে’য়ার নামে একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। হাজার হাজার মানুষ ভিডিওটি লা’ইক করেছে। কমেন্ট বক্সে মানুষ নানা রকম মজার মন্ত’ব্য করেছেন। অনেকে বলেছেন ছেলেগুলির উচিত ছিল গরুটিকে নিয়ে খেলা, তাহলে হয়তো গরু’টি আ’ন’ন্দ পেত।

সব মিলিয়ে ভিডিওটি হাসিয়ে দিয়েছে দর্শককে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এরকম নানা ধরনের ভিডিও ভাইরাল হয়। এরকম অ’দ্ভুত ভিডি’ওগু’লি দেখে সত্যিই আ’মাদের মন ভালো হয়ে যায়। সোশ্যাল মিডিয়া না থাকলে এইসব ঘট’নাগু’লির অস্তি’ত্ব আমরা কোনদিন জানতেই পার’তাম না। সোশ্যাল মিডিয়াকে ধন্য’বাদ জানাই তার কাজের জন্য।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন>>>

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*