





আজকাল হাঁস নাকি ডান্স করতে পারে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চোখের সামনে এসে





হাজির হয়। এমন কিছু ভিডিও থাকে যা আমাদের মনে আনন্দ যোগায়। সেই সব ভিডিও গুলোতে থাকে পশুপাখিদের নানান ধরনের মজার মজার





কীর্তিকলাপ। বাঁদর ,ভাল্লুক, কুকুর, হাঁস, পাখি , বেড়াল হাতি ইত্যাদি পশুপাখিদের মজাদার ভিডিও বর্তমান প্রজন্মের কাছে





বেশ ভালই আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। আজকাল এই সমস্ত ভাইরাল ভিডিওর মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা





আমাদের রীতিমতো চমকে দেয়। সম্প্রতি এমনই একটি হাঁসের নাচের ভিডিও,সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়





ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি হাঁস একদম মাইকেল জ্যাকসনের স্টাইলে নাচ করতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়া থেকে এই ভিডিওটি পোস্ট করেছেন আই এ এস অফিসার সুশান্ত সিং নন্দা।টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবেন না। একটি হাঁস এমন সুন্দর নাচতে পারে তা হয়তো আমাদের সকলের ধারণার বাইরে।
অফিসার সুশান্ত সিং নন্দা ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন “মাইকেল জ্যাকসন কে দেখার পর ম্যান্ডারিন ডাকের অবস্থা”। হাঁসের এই মজাদার নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এমন এক অদ্ভুত ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে এটা যে কেউ বলতে পারে।
তাই ভিডিওটি ভাইরাল হতে খুব বেশি সময় নেয় নি। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওটি বর্তমানে দর্শক সংখ্যা ৫ লাখেরও বেশী। ৪৫ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। অনেকেই সুশান্ত সিং নন্দার পোস্ট করা ভিডিওটি রিটুইট করেছেন। ভিডিওটির কমেন্ট সেকশন ভরে গিয়েছে মজাদার কমেন্টে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply