বন্ধুত্বের স্নেহ! বাড়ির উঠানে বিশালাকার কিং কোবরাকে হাতে ধরে খেলা করছে দুধের শিশু, তুমুল ভাইরাল ভিডিও!

স্যোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভিডিও ভাইরাল হতে দেখা যায়।তাতে তেমন হাসি মজার খোড়াক থাকে, তেমন‌ই

থাকে সুপ্ত প্রতিভার আত্মপ্রকাশ‌ও। আবার কখোনো অবিশ্বাস্যকর ঘটনার বিবরণ‌ও থাকে। পশুপাখির মজাদার কার্যকলাপ খুব

সহজেই মানুষের মনে জায়গা করে নিতে পারে। এই যেমন কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছে

একটি গোরু ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে। গোরুর পক্ষে ছাদে ওঠার কিভাবে, সম্ভব তার নিয়ে মাতামাতি হয়েছিল স্যোশাল মিডিয়ায়। আবার ছেলেদের সঙ্গে

তাল মিলিয়ে ফুটবল খেলতেও দেখা গেছে গোরুকে। এমনকি বাঁদরকে অবিকল মানুষের মতো বার্গার খেতে দেখে

তাজ্জব বনেছে নেটিজেনরা। সম্প্রতি তেমন‌ই একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। তবে এবারের ভিডিওটি দেখে গা শিউরে উঠবে আপনার। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে একটি শিশু সাপের সাথে খেলতে মগ্ন। শিশুবেলায় অক্ষর পরিচয় করার সময় প্রথমেই যে প্রাণীটির সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় তা হল অ এ অজগর।

অর্থাৎ অজগর সাপ। ভাববার বিষয় হল অত ছোটো বয়সে সবার প্রথমে সাপের মতো একটি ভয়ানক প্রাণীর সঙ্গে পরিচয় হ‌ওয়াটা কি যুক্তিযুক্ত? তবে কি আর করার, অক্ষরজ্ঞানের সাথে সাথে ব‌ইয়ের পাতার বিশালাকার অজগরের ছবিও মাথায় গেঁথে থাকে আমাদের। তবে সাপের সাথে খেলা কি যুক্তিযুক্ত?

অইউতিচুজ নামক ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট ছেলেটি বিশাল বড় কিং কোবরার সাথে খেলা করছে সে। ভয়ঙ্কর এই সাপটা যদিও ছেলেটিকে কোনোরকম আক্রমণ করেনি। যা দেখে হতবাক হয়ে গেছে নেটিজেনরা। বিদেশের মাটিতে সাপ পোষার চল রয়েছে বটে তবে এই শিশুটির এহেন কার্যকলাপ দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন নেটিজেনরা। এহেন ভয়ানক ভিডিও দেখে নেটিজেনরা বাচ্চাটির সুরক্ষার বিষয়ে‌ও চিন্তিত হয়ে পড়ছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন>>>

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*