





সাপের কথা শুনলেই অনেকের হাড়হিম হয়ে যায়। অনেক সময়ই দেখা যায় আস্ত সাপ ঢুকে পড়েছে বাড়ির ভিতর। এবার পরিস্থিতি হলে





আতঙ্কের শেষ থাকে না! সাধারণ মানুষের মনে আতঙ্কের সঞ্চার করতে সাপ একাই একশো! যতই তাকে ‘নিরীহ প্রাণী’ বলে আখ্যা দেওয়া হোক না কেন





বিষধর বা বিষহীন সব সাপের থেকেই সাধারণ মানুষ শত হস্ত দূরে থাকে। তবুও সোশ্যাল মিডিয়ার পাতাতে তাদের নানান কর্মকান্ড উঠে আসে





যেগুলি সাধারণ মানুষ অধিক পছন্দ করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি অবাক করে দেওয়া সাপের ভিডিও ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওটি





শুধু সাপের নয়, ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেছে একটি ছোট্ট বাচ্চাকে একটি বড় কিং কোবরা সাপের সাথে খেলা করতে। ভিডিওটি শুরু হতেই





দেখা গেল একটি গলির মধ্যে রয়েছে একটি বড় আকারের কিং কোবরা সাপ। আর সেই সাপের সঙ্গে খেলা করছে একটি ছোট্ট বাচ্চা শিশু। ভিডিওটি নিজের চোখে না দেখলে আপনারা প্রায় বিশ্বাসী করবেন না যে এই বাচ্চা শিশুটি কিভাবে এই কিং কোবরা সাপটির সাথে খেলা করছে। আর অবাক করে দেওয়া কাণ্ড হলো সাপটি কিন্তু এই বাচ্চাটিকে কোন ক্ষতিও করছে না।
দেখে যেন মনে হচ্ছে এই সাপ আর এই বাচ্চাটি একে অপরের খুব ভালো বন্ধু। দেখা গেছে ভিডিওতে বাচ্চাটি সাপটির মাথা ধরে উঠিয়ে দিচ্ছে, আবার কখনো তার গায়ের উপর চেপে বসছে কিন্তু সাপটি তাকে কিছু করছে না। দেখা গেছে একদম সাপটে বাচ্চাটিকে জড়িয়ে ধরে ফেলেছে আর বাচ্চাটিও তার সাথে খেলায় মত্ত। এই ভিডিও নিজের চোখে না একদমই বিশ্বাস হবে না।
বাচ্চাটি যে স্বামীর সাথে খেলা করে কত মজা পেয়েছে তা এই ভিডিও দেখে স্পষ্ট বোঝা গেছে। এরপর আরো একটি ভিডিও দেখানো হয়েছে যেখানে বড় একটি সাপ একটি ছোট সাপকে গিলে খাচ্ছে। তবে ভাইরাল হওয়া ভিডিওতে এই বাচ্চাটির সাথে এই সাপের খেলা করার ভিডিও টি সোশ্যাল মিডিয়ার মানুষ খুবই উপভোগ করে দেখেছেন।
বর্তমানে এই ভিডিওটি ইউটিউবে NOOR Meat Dairy Farm নামের একটি একাউন্ট থেকে ভাইরাল হয়েছে। গত এক বছর আগে ভাইরাল হওয়া এই ভিডিও বর্তমানে দেখেছেন ৯২ হাজার মানুষ আর লাইক করেছেন প্রায় অসংখ্য মানুষে। অবিশ্বাস্যকর ঘটনা! বিশালাকার পাইথন সাপের সঙ্গে খেলায় মাতলো দুধের শিশু, তুমুল ভাইরাল ভিডিও!
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply