ফুলশয্যার রাতে খাটের নিচে বসে ছিল বিশালাকার সিং কোবরা একটি সাপ, হঠাৎ নতুন বউ টের পায় বিষয়টি, তুমুল ভাইরাল ভিডিও!

বিয়ের পর ফুলশয্যার রাতে খাটের নিচে ঢুকে পড়ে একটি ভয়ঙ্কর কোবরা সাপ। এরপরই ঘটলো

এক মহা বিপত্তি। জেনে নিন এই ঘটনা। ঘরের ভিতরে ঢুকে পরে সেই কোবরা। বাড়ির সকলে

আতঙ্কিত হচ্ছে কোবরা টির এরূপ আচরণ নিয়ে। সেই বাড়িতে গ্রামের প্রায় সকলে এসে, ভিড় জমাচ্ছে কোবরা কে

দেখার জন্য। এতদিন কোবরা টিকে দেখা যায় নি ঠিক। কিন্তু হঠাৎ করে কোথায় থেকে আসলো এই সাপটি তা নিয়ে,

আতংকিত বাড়ির অনেকে। কি করে কোবরা টি বাসা বাঁধলো সেই ঘরে গ্রামের কেও কিছু বুঝতে পারেনি। হঠাৎ করে সাপটিকে

দেখতে পেল সদ্য বিবাহিত হওয়া বউ টি। তাদের ঘরে কোবরা সাপ কি করছে তা দেখে আতঙ্কে চিৎকার করে উঠলেন সেই রমনী। এরপর স্থানীয় সাপুড়ে কে জানানো হলে সে এখানে এসে সেখানে হাজির হয় এবং কোবরা সাপ কে উদ্ধার করে। সাপটি ছিল সম্পূর্ন ভিন্ন জাতের। এই ভিন্ন জাতের সাপটিকে উদ্ধার কাজ শেষ করে তারা সেই কোবরা সাপকে নিয়ে চলে যায়।

সাপটিকে চলে নিয়ে যাওয়ার পর সেই সাপটিকে সেই গ্রাম থেকে অনেক দূরে নিয়ে রেখে আসা হয়। সাপটি ঘরের মধ্যে খাটের নিচে বাসা বানাচ্ছে তা সকলের অজানা ছিল। মেয়েটি সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠে। সাপুড়ে তার বিভিন্ন সাপ ধরার যন্ত্র বের করলেন। দিয়ে যন্ত্রের সাহায্যে তিনি কোবরাটিকে খাটের নিচ থেকে বের করে আনা হয়।

সাপুড়ে কে অনেক ধৈর্য ও কষ্ট করতে হয়েছে এই সাপটিকে খাটের নিচ থেকে বের করে আনতে হয়। সাপুড়ে সাপটিকে তাদের বশে আনতে পারেনি। অনেক অনেক কষ্ট করে সাপটিকে খাটের নিচ থেকে কোবরা সাপকে বের করে। সাপটিকে উদ্ধারকাজ চালানো হয়। তাদের ধারণা খাবারের সন্ধানে সেই সাপ টি ঘরের মধ্যে ঢুকেছে।

কোবরার পছন্দের খাদ্যের মধ্যে হচ্ছে ইঁদুর বিভিন্ন পোকামাকড়। হয়তো ইঁদুরের ও পোকামাকড়ের তালাশ এই সাপটি ঘরের মধ্যে এসে খাটের নিচে নিজের বাসস্থান তৈরি করেছে। উদ্ধারকাজ চালিয়ে কোবরা টিকে লোকালয় থেকে দূরে সরিয়ে নিয়ে রেখে আসা হয়। যাতে করে সাপটি আর লোকালয় বা কারো বাসস্থানে আসতে না পারে। কারণ এমন সাপ ঘরে ঢুকলে বিপদ মারাত্মক হতে পারে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*