একেই বলে বন্ধুত্বের স্নেহ! একই হোটেলে বসে যুবকের সঙ্গে খাবার খাচ্ছে ছোট্ট শালিক পাখি, তুমুল ভাইরাল ভিডিও!

নেট মাধ্যমে প্রায়শই এমন অনেক আশ্চর্য ভিডিও ভাইরাল হয়ে থাকে যা দেখে আমরা রীতিমত অবাক হতে বাধ্য হই। সোশ্যাল মিডিয়া মানে আজকাল

নানান ভাইরাল ভিডিও সম্ভার। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম গুলি দ্রুত মানুষের মধ্যে জনপ্রিয়তা,

লাভ করে উঠেছে। পূর্ববর্তী সময়ে স্মার্টফোনের সহজলভ্যতা না থাকায় সহজে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যেত না। কিন্তু আজকাল যে ভাবে,

মুঠোফোনে বন্দী সোশ্যাল মিডিয়া আমাদের একটি আলাদা জগৎ হয়ে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ায় আজকাল

এত রকমের ভিডিও ভাইরাল হয় সেইসব ভিডিও দেখে মাঝে মাঝে আমরা পুরো মুগ্ধ হয়ে যাই। সম্প্রতি ফেসবুক থেকে

এমন একটি মজাদার ভিডিও উঠে এসেছে যে ভিডিও দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনিও। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেল একটি পাখির সঙ্গে নিজের খাওয়ার ভাগ করে খাচ্ছেন একটি ভদ্রলোক। এই ভিডিও একেবারেই আলাদা। ভাগ করে খাওয়ারও কিন্তু একটা আলাদাই মজা আছে। সেটা যারা ভাগ করে খায় তারাই বুঝতে।

তেমনই এই লোকটি ও এই পাখিটির সঙ্গে নিজের খাবার ভাগ করে খাচ্ছেন। যার সোশ্যাল মিডিয়ার মানুষদের একদম মুগ্ধ করে দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে চেয়ারে বসে টেবিলের ওপর খাবার থালা রেখে খাবার খাচ্ছেন এই লোকটি। আর তারই সামনাসামনি দেখা গেল লোকটির খাবারের থেকে নিজে একটু একটু করে খাবার খাচ্ছে একটি পাখি। যতদূর সম্ভবত দেখে বোঝা গেছে এটি একটি শালিক পাখি। লোকটি কিন্তু একবারও এই পাখিটিকে সরিয়ে দেয়নি আর তার খাবার থেকে তাকে খেতেও আটকায়নি।

উল্টে লোকটি পাখিটির সঙ্গে তার নিজের খাবার ভাগ করে খেয়েছেন। একদিকে পাখিটি বসে খাচ্ছে আর আরেকদিকে লোকটি তার খাবার খাচ্ছে। এক কথায় এটি একটি অসাধারণ বন্ধুত্বের ভিডিও। যা মন ছুয়ে গেছে সকল নেট জনতার। ভিডিও শুরুতেই দেখা গেছে লোকটি পাখিটিকে খাবার দিচ্ছেন আর পাখিটিও চুপচাপ বসে খাচ্ছে। একই থালায় দুজনে বসে খাচ্ছেন তাঁরা। ভিডিওটি বর্তমানে ট্যুইটার Viral Story নামের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*