শিখে নিন মাত্র ৫ মিনিটে চোখের নিচের কালো দাগ দূর করার সহজ উপায়, রইল ভিডিও!

সৌন্দর্যের বিষয়ে চোখ গুরুত্বপূর্ণ অংশ। কাজল টানা চোখ সব সময়ের জন্যই আকর্ষণীয়। কিন্তু সেই সৌন্দর্য যদি

ঢাকে কালোতে!! বলা হচ্ছে ডার্ক সার্কেলের কথা ইতিমধ্যে এই সমস্যায় ভুগছেন অনেকেই। রাতে না ঘুমানোর পাশাপাশি

অতিরিক্ত কম্পিউটার বা মোবাইল ব্যবহার করার কারণে চোখের আশেপাশের অংশ কালো হয়ে যায় অনেকসময়। আবার মানসিক চাপের ফলেও

দেখা দেয় ডার্ক সার্কেল। তাই নিয়মিত আট ঘন্টা ঘুমের সাথে ডার্ক সার্কেল পুরোপুরি রিমুভ করতে

কাজে লাগাতে পারেন এই ঘরোয়া পদ্ধতিগুলি। নিয়মিত যা ব‍্যবহার করলে মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। প্রথম পদ্ধতি- একটি বাটিতে এক চামচ শসার রস নিয়ে নিন। এরপর এরসাথে একচামচ আলুর রস মেশাতে হবে। এবং সবশেষে একচামচ লেবুর রস মিশিয়ে নিন। তাহলে তৈরী আপনার প‍্যাক। এরপর তুলোর সাহায্যে চোখের সর্বত্র এটি লাগিয়ে নিন।

পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।  দ্বিতীয় পদ্ধতি- একটি বাটিতে এক চামচ আলুর রস, এক চামচ টমেটোর রস, একচামচ লেবুর রস মিশিয়ে নিন। সব উপাদান একসাথে মিশে গেলে তুলোর সাহায্যে চোখের নীচে রেখে দিন। পাচমিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। তৃতীয় পদ্ধতি- এরজন‍্য লাগবে এক চামচ শসা পেস্ট, একচামচ আলু পেস্ট ও দুইচামচ লেবুর রস।

সব উপাদান একসাথে মিশিয়ে ওই মিশ্রনটিকে পাচ-দশ মিনিট চোখের নিচে লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। চতুর্থ পদ্ধতি- এরজন‍্য প্রয়োজন একটি কলা। আর্ধেক কলা পেস্ট করে তার মধ্যে একচামচ শসার পেস্ট মিশিয়ে নিন। ও চোখের নীচে মিশ্রনটি লাগিয়ে নিন। দশ থেকে পনেরো মিনিট রেখে এটি ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই তিন দিন এগুলো ব‍্যবহার করুন অবশ্যই ফলাফল পাবেন।

ভিডিও দেখতে এখানে কিক্ল করুন…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*