





এবার আইফোনের রিংটোন নকল করে তাক লাগালো একটি তোতা পাখি। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন এও কি সম্ভব? তবে





এই দৃশ্যই সম্প্রতি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আসলে তোতাপাখি যে মানুষের মতোন কথা বলতে পারে এই বিষয়টা আমাদের সকলেরই জানা। তবে





শুধুই মানুষ নয় অন্যান্য পশু-প্রাণীদের ডাকও নকল করতে পারে সে। তবে সম্প্রতি যে ভিডিওটি উঠে এসেছে তা একেবারেই অন্যরকম। কারণ





সেখানে মানুষ বা পশু-পাখি নয় আইফোনের রিংটোন নকল করতে দেখা গিয়েছে পাখিটিকে। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। জানা গিয়েছে এই পাখিটার নাম ‘গুচি’,যেটি এখন রয়েছে ব্যাঙ্গালোরে। আর
এই ভিডিওটি পোস্ট করা হয়েছে একটি ইনস্টাগ্রাম পেজ ‘গুচি গৌড়া’ (Gucci_gowda_007) থেকে। পাখিটির নামে এই অ্যাকাউন্টটি চালনা করেন পূজা দেবরাজ এবং
হর্ষিত। এই অ্যাকাউন্ট থেকে সাধারণত পোষা Vosmaeri Eclectus অর্থাৎ ছোটো লেজের তোতার নানান ছবি এবং ভিডিও পোস্ট করা হয়। এই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন কয়েক হাজার মানুষ। যা দেখার পর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।
উল্লেখযোগ্য,এই তোতাপাখি সাধারণত ভারতীয় নেটিভ প্যারোটের মধ্যে পড়ে না,এগুলো আসলে ক্যাপটিভ ব্রীড। ভারতীয় আইন অনুসারে বলা হয়েছে ভারতের প্রকৃতিতে পাওয়া যায় এমন যে কোনো পাখি পোষা দণ্ডনীয় অপরাধ। তবে এই পাখিটি সেই নিয়মের আওতায় পড়ে না। তাই এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply