সাইকেল চালাতে গিয়ে আছার খেলেন অভিনেতা অক্ষয় কুমার, তুমুল ভাইরাল ভিডিও

অভিনেতা অক্ষয়কুমার বরাবর ফিটনেস ফ্রিক। এখনও তিনি নিয়মিত যোগা করেন, জিমে যান। মার্শাল আর্টে ভীষণভাবে দক্ষ অক্ষয়। কিন্তু

এহেন অক্ষয়ও হাত ছেড়ে সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন। হাত ছেড়ে সাইকেল চালাতে গিয়ে হঠাৎ ব্যালান্স হারিয়ে ফেলেন অক্ষয়। কিন্তু

ব্যালান্স হারিয়ে ফেলেও বুদ্ধি হারাননি অক্ষয়। তিনি হঠাৎ করেই পাশের ঘাসজমিতে সাইকেলটি ঘুরিয়ে দেন। ফলে ঘাসজমিতে সাইকেল থেকে পড়ে গেলেও

ঘাসের উপর পড়ে যাওয়ার ফলে চোট পাননি অক্ষয়। তাঁর উপস্থিত বুদ্ধির জন্যই তিনি সবচেয়ে বড় ‘খিলাড়ি’। অক্ষয়ের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। কিছুদিন আগেই

অভিনেতা অক্ষয়কুমারের একটি ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর কো-স্টার সারা আলি খান। সেই ফটোতে অক্ষয়কে মুঘল সম্রাট শাহজাহানের চরিত্রে দেখা যাচ্ছে। তাঁর পরনে

রয়েছে শাহজাহানের মতো পোশাক ও হাতে গোলাপ। অক্ষয়ের এই ফটোটি শেয়ার করে ক্যাপশন দিয়ে সারা লিখেছেন, অক্ষয়ের থেকে বেশি আতরঙ্গী কেউ নন। এই মুহূর্তে

আগ্রার তাজমহলে চলছে ‘আতরঙ্গী রে’র শুটিং। অক্ষয়কুমারও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই শেয়ার করছেন শুটিংয়ের ফটো ও ভিডিও। অক্ষয়কুমারের ফটো শেয়ার করে অক্ষয় ও

তাজমহলের ছন্দ মিলিয়ে সারা একটি কবিতা শুনিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সারার কবিতা শুনে অক্ষয় বলেছেন, সারা কবিতা লেখার ভালোই চেষ্টা করছেন, কিন্তু তাঁর এই কবিতাটি অতীব জঘন্য লেগেছে। সম্প্রতি ‘আতরঙ্গী রে’র শুটিং-এর সেট থেকে সারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে

সারা তাজমহলের সামনে দাঁড়িয়ে সবাইকে নমস্কার জানাচ্ছেন। তাঁর পরনে রয়েছে ফুশিয়া রঙের লেহেঙ্গা-চোলি। অক্ষয়কুমার ও সারা আলি খান ছাড়াও এই ফিল্মে অভিনয় করছেন ধনুষ।

2020 সালের গোড়ায় ‘আতরঙ্গী রে’র ঘোষণা করেছিলেন সারা। তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ‘আতরঙ্গী রে’র ফার্স্ট লুক। সারার শেয়ার করা পোস্টারে দেখা গিয়েছিল অক্ষয়কুমার ও ধনুষের মাঝে সারা এবং দুজনে দুদিক থেকে সারার দুই গালে চুম্বন করছেন। কিন্তু করোনা অতিমারীর কারণে ফিল্মের শুটিং পিছিয়ে যায়। ফিল্মটি পরিচালনা করছেন আনন্দ.এল.রাই। 2021 সালের ভ‍্যালেন্টাইনস ডে’র দিন মুক্তি পেতে চলেছে ‘আতরঙ্গী রে’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*