





সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণই চলে ভাইরাল ভিডিওর ধুম। মাঝে মাঝে এমন কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যেগুলি বাস্তবে





সম্ভব বলে সাধারণ মানুষের মনে হবে না। কখনও ভয়ঙ্কর জন্তুর সাথে মানুষের লড়াইএর ভিডিও, তো কখনও মানব সভ্যতার অসাধ্যকে জয় করার ভিডিও মন কেড়ে





নিয়েছে সকলের। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা রীতিমত ভয় ধরিয়ে দেয় সাধারণ মানুষকে। সম্প্রতি এমন একটি ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার যা





হাড় হিম করে দিয়েছে সকলেরই।এই ভিডিওতে মুখ্য চরিত্রে আছে এমন একটি প্রাণী যার নাম শুনলেই মানুষের ভয়ে প্রাণ শুকিয়ে যায়।জলজ্যান্ত মানুষকে কয়েক সেকেন্ডের মধ্যেই
মৃতদেহকে পরিণত করতে পারে এই প্রাণী। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কথা হচ্ছে সাপেরই। আর শুধু সাপই নয়, জলজ্যান্ত আস্ত বিশালাকার কিং কোবরার (King Cobra)। ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক পোষা কুকুর বা
বিড়ালের মতনই চান করাচ্ছে এক বিশাল আকার কিং কোবরাকে।যুবক এমনভাবেই থেকে চান করাচ্ছে যেন সাপটি অত্যন্ত নিরীহ একটি পোষ্য।দিব্যি কল থেকে জল নিয়ে তার মাথায় ঢেলে দিচ্ছে আবার
তার মাথায় মাঝে মধ্যে হাত বুলিয়ে দেওয়ার চেষ্টাও করছে। এই ভিডিও দেখে রীতিমতো চক্ষু ছানাবড়া নেট নাগরিকদের।অনেকের মতে যুবক অত্যন্ত সাহসী আবার অনেকের মতে এটি অতিরিক্ত বাড়াবাড়ি।সুতরাং কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। নেটদুনিয়ায় এই পোষ্য কিং কোবরা এখন বিখ্যাত।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply