হুবহু মানুষের ভাষায় কথা বলছে খুদে শালিখ পাখি, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকাল কত কিছুই না দেখা যায়। শুধুমাত্র মানুষ নয়, আজকাল পশুপাখিদের বিভিন্ন মজাদার কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এই ভিডিওগুলি প্রায়ই

ভাইরাল হতে দেখা যায়। তেমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওটিতে দেখা গিয়েছে একটি শালিক পাখি হুবহু মানুষের ভাষায় কথা বলছে। সাধারণত কোনো কোনো টিয়া ও

চন্দনা পাখি কথা বলে বটে, কিন্তু শালিক পাখির কথা বলা দুর্লভ ঘটনা। আর এই ভিডিওয় দেখা গিয়েছে তেমনটাই। ফলে খুব দ্রুতই হু-হু করে এই ভিডিও ছড়িয়ে

পড়েছে নেটদুনিয়ায়। দেখা যাচ্ছে একটি মানুষের বাড়ির উঠোনে শালিক পাখিটি বসে আছে এবং মাঝে মাঝে সে তার পা দিয়ে তার মাথা চুলকাচ্ছে। পাশে বসে আছে সম্ভবত তার মালিক। পাখিটি পাশে

বসে থাকা সেই ব্যক্তিটির সাথে অনবরত মানুষের ভাষায় কথা বলে চলেছে। ব্যক্তিটি শালিক পাখিকে বলছে ‘কে কথা বলছে?’ পাখিটি তখন উত্তর দেয় ‘ আমি কথা কইছি’। এমনকি

শালিক পাখি স্পষ্ট ভাবে মানুষের গলায় বলে ‘আমি মাছ চুরি করিনি’ এবং ‘তোমার কথা খুব মিষ্টি’ এই ধরনের কথা। সম্প্রতি এক ইউটিউব চ্যানেল ‘রাকিব এন্টারটেইনমেন্ট ‘ থেকে

এই ভিডিওটি শেয়ার করা হয়েছে এবং শেয়ার করার সাথে সাথে এই ভিডিওটির ভিউ চড়চড় করে বাড়তে থাকছে। বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে সোশ্যাল মিডিয়া (Social Media)। এক ক্লিকেই

খুলে যায় হাজার দরজা। ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম প্রভৃতিতে প্রচুর বিভিন্ন ভিডিওর দেখা মেলে। মানুষ সেগুলি দেখে আনন্দ পান। আবার নিজেদের গান, নাচ, আবৃত্তি বা অন্যান্য কোনো প্রতিভার পরিচয় মানুষের কাছে তুলে ধরার অন্যতম মাধ্যমও এখন সোশ্যাল মিডিয়া। আবার এর পাশাপাশিই দেখা যায় জীবজন্তুদের নানারকম মজাদার কাণ্ডকারখানার ভিডিও। যেমন এই কথা-বলা শালিখের ভিডিওটি। যা এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*