এত বড় গায়ক হয়েও নেই কোন অহংকার, সকলের মাঝে রাস্তায় দাড়িয়ে গান গেয়ে শোনালেন অরিজিৎ সিং, ভাইরাল ভিডিও

তবে গায়ক কিন্তু বাস্তবে একজন সাদামাটা মানুষ অরিজিৎ সিং বলিউডের মেলোডি কিং বলতে প্রথমেই নাম আসে অরিজিৎ সিং-এর। যার সুরের জাদুতে

বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড়। তাঁর কন্ঠে মুগ্ধ গোটা দেশবাসী। ভারতের সমস্ত বিখ্যাত গায়কদের তালিকায় শীর্ষে আছেন সুর সম্রাট অরিজিৎ সিং। তাঁর গানের ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই

ছেয়ে যায় কোটি কোটি ভিউজের। আসলে অরিজিৎ-এর গানের মধ্যে রয়েছে আজব যাদু। ২০০৫ সালে টেলিভিশন রিয়ালিটি শো ফেম গুরুকুল থেকে তাঁর উত্থান। তিনি বলিউডের অন্যতম বিতর্কিত গায়কও

বটে। বলিউডের গায়ক রাজা আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে তাঁর জন্ম। ১৯ বছর বয়সে তিনি ফেম গুরুকুলে অংশ নিতে প্রথম মুম্বই পাড়ি দেন গায়ক। সেখানে নিজেরা না হতে পারলেও

সহজেই ডিরেক্টর বিশাল শেখর, প্রীতম প্রমুখ বলিউডের একাধিক রথী-মহারথীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে যান। বলিউডে তাঁর প্রথম ব্রেক, ‘মার্ডার টু’ ছবিতে ‘ফির মহব্বত’। এরপর

২০১৩ সালে ‘আশিকি ২’ এর টাইটেল ট্র্যাক ‘তুম হি হো’ গানটি গেয়ে জগত বিখ্যাত হয়ে যান তিনি। তবে গায়ক কিন্তু বাস্তবে একজন সাদামাটা মানুষ। মাটির সঙ্গে তাঁর গভীর যোগাযোগ। বডিগার্ড নিয়ে চলাফেরা করেন না তিনি কখনই। এর আগেও

বিভিন্ন সময়ে অরিজিৎকে ভিন্ন ভিন্ন অবতারে দেখা গিয়েছিল, কোনও সময়ে তিনি মুখে গামছা বেঁধে বাজার করেছেন আবার কখনও লুকিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছেন, অরিজিৎ-এর ফ্যান যে অগন্তি। তাই প্রিয় গায়কের এরূপ ছদ্মবেশ নজর এড়িয়ে যায়না কারুরই। মুম্বইতে থাকলেও মুর্শিদাবাদে প্রায়শই তাঁর দেখা মেলে।

বেশিরভাগ সময়টাই তাঁকে দেখা যায় বউ ছেলে-মেয়েদের সঙ্গে জিয়াগঞ্জে। তবে প্রায় ২২ মাসের বিরতি নিয়ে গত মাসের ১৯ তারিখ থেকে শুরু করেছেন কনসার্ট। সবার প্রথম গিয়েছিলেন দুবাইয়ের আবুধাবিতে, সেখানে ভক্তদের খুশি করে এসেছেন। সম্প্রতি সেই শোয়ের আগে মিউজিশিয়ানদের সঙ্গে তাঁর নানা বাক্যালাপ এবং রিহার্সালের মুহূর্ত প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, চারপাশ থেকে ভক্তরা তাঁকে ঘিরে ধরেছে। এই ভিডিও এখন মার্কেটে রাজত্ব করছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*